নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে পিস্তলের তাজা গুলি, ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধারসহ ১৩ জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। গত ১১ ও ১২ মার্চ এই এলাকায় যৌথ অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। গতকাল বৃহস্পতিবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সাবেক চেয়ারম্যান মো. মনির হোসেন (৬০), মো. সাইফুল (৩২), মো. ফারুক (৩৫), ছিদ্দিক ওরফে কুত্তা ছিদ্দিক (৪১), রহমত (৪০), খায়রুল (৪২), পারভেজ (৪৫), মো. ইউনুস সরদার (৪০), মো. আল আমিন (৩২), মো. আক্তার হোসেন (৩৪), কবির শেখ (৪৩), বাবুল (৩০) ও বাবু (২৫)। এ সময় তাদের কাছ থেকে ৩০ রাউন্ড পিস্তলের তাজা গুলি, চারটি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
পুলিশ কর্মকর্তা তালেবুর রহমান দাবি করেন, কামরাঙ্গীরচরের মুসলিমবাগ এলাকার বিআইডব্লিউটিএর ঠোঁটার মাঠে ঈদুল ফিতর উপলক্ষে মেলা আয়োজনের জন্য স্থানীয় দুটি পক্ষের মধ্যে মতবিরোধ চলছিল। ১১ মার্চ টেন্ডারের মাধ্যমে পারভেজ ওরফে ছোট বাবু মেলার মাঠটি বরাদ্দ পায়। মাঠটি বরাদ্দ পাওয়ার পর ওই দিন রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে পারভেজ ও তাঁর ৩০ থেকে ৪০ সহযোগী একত্রিত হয়ে আলোচনা করছিল। তখন প্রতিপক্ষ হাজী মনির চেয়ারম্যান গ্রুপ দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে ঘটনাস্থলে গিয়ে তিন থেকে চারটি ককটেল বিস্ফোরণ ঘটায় এবং পারভেজ গ্রুপের তিন থেকে চারজনকে মারধর করে গুরুতর আহত করে।
তালেবুর রহমান আরও বলেন, পরবর্তী সময়ে চেয়ারম্যান গ্রুপ মুসলিমবাগ এলাকায় ফারুক মেম্বারের বাড়ির সামনে পুনরায় ৮ থেকে ১০টি ককটেল বিস্ফোরণ ঘটায় এবং তার বসত বাড়ি ভাঙচুর করে। ওই ঘটনার ফারুক মেম্বারের অভিযোগের প্রেক্ষিতে কামরাঙ্গীরচর থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলার সূত্র ধরেই তাদের গ্রেপ্তার করা হয়।
রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে পিস্তলের তাজা গুলি, ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধারসহ ১৩ জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। গত ১১ ও ১২ মার্চ এই এলাকায় যৌথ অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। গতকাল বৃহস্পতিবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সাবেক চেয়ারম্যান মো. মনির হোসেন (৬০), মো. সাইফুল (৩২), মো. ফারুক (৩৫), ছিদ্দিক ওরফে কুত্তা ছিদ্দিক (৪১), রহমত (৪০), খায়রুল (৪২), পারভেজ (৪৫), মো. ইউনুস সরদার (৪০), মো. আল আমিন (৩২), মো. আক্তার হোসেন (৩৪), কবির শেখ (৪৩), বাবুল (৩০) ও বাবু (২৫)। এ সময় তাদের কাছ থেকে ৩০ রাউন্ড পিস্তলের তাজা গুলি, চারটি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
পুলিশ কর্মকর্তা তালেবুর রহমান দাবি করেন, কামরাঙ্গীরচরের মুসলিমবাগ এলাকার বিআইডব্লিউটিএর ঠোঁটার মাঠে ঈদুল ফিতর উপলক্ষে মেলা আয়োজনের জন্য স্থানীয় দুটি পক্ষের মধ্যে মতবিরোধ চলছিল। ১১ মার্চ টেন্ডারের মাধ্যমে পারভেজ ওরফে ছোট বাবু মেলার মাঠটি বরাদ্দ পায়। মাঠটি বরাদ্দ পাওয়ার পর ওই দিন রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে পারভেজ ও তাঁর ৩০ থেকে ৪০ সহযোগী একত্রিত হয়ে আলোচনা করছিল। তখন প্রতিপক্ষ হাজী মনির চেয়ারম্যান গ্রুপ দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে ঘটনাস্থলে গিয়ে তিন থেকে চারটি ককটেল বিস্ফোরণ ঘটায় এবং পারভেজ গ্রুপের তিন থেকে চারজনকে মারধর করে গুরুতর আহত করে।
তালেবুর রহমান আরও বলেন, পরবর্তী সময়ে চেয়ারম্যান গ্রুপ মুসলিমবাগ এলাকায় ফারুক মেম্বারের বাড়ির সামনে পুনরায় ৮ থেকে ১০টি ককটেল বিস্ফোরণ ঘটায় এবং তার বসত বাড়ি ভাঙচুর করে। ওই ঘটনার ফারুক মেম্বারের অভিযোগের প্রেক্ষিতে কামরাঙ্গীরচর থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলার সূত্র ধরেই তাদের গ্রেপ্তার করা হয়।
ধর্ষণের শিকার নারীর ছবি বা পরিচয় সংবাদ মাধ্যম কিংবা ফেসবুকসহ সামাজিক মাধ্যমে কেউ প্রকাশ করলেই পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে আটক করতে পারবে। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১৪ ধারায় বর্ণিত এই অপরাধ আমলযোগ্য হওয়ায় জড়িত অভিযোগে কোনো ব্যক্তিকে সঙ্গে সঙ্গে আটক করা যাবে।
৬ দিন আগেসাতক্ষীরার ওয়ারী গ্রামে ব্যবসায়ী স্বামীকে শ্বাসরোধে হত্যার পর বুকের ওপর ‘সরি জান, আই লাভ ইউ’ লিখে স্ত্রী আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়ার পালপাড়ায় একটি ভাড়া বাড়ি থেকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে।
১৫ দিন আগেরাজধানীর উত্তরায় প্রকাশ্যে এক দম্পতিকে কুপিয়ে আহত করার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার আরও ৩ ‘কিশোর গ্যাং’ সদস্যকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
২৪ দিন আগেরাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নির্যাতনের শিকার কল্পনা (১৩) সাড়ে তিন মাস চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরছে। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট থেকে তাঁকে ছাড়পত্র দেওয়া হয়।
০৬ ফেব্রুয়ারি ২০২৫