Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

ঢাবি বিজ্ঞান ইউনিটের ফল প্রকাশ, ১,৮৯৬ আসনের বিপরীতে পাস ৭,৪৩৭

ঢাবি সংবাদদাতা

ঢাবি বিজ্ঞান ইউনিটের ফল প্রকাশ, ১,৮৯৬ আসনের বিপরীতে পাস ৭,৪৩৭
ঢাকা বিশ্ববিদ্যাল। ছবি: ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ‘বিজ্ঞান ইউনিট’-এর ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছে মোট পরীক্ষার্থীর ৫ দশমিক ৯৩ শতাংশ। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে।

এতে বিজ্ঞান বিভাগ থেকে প্রথম স্থান অধিকার করেছেন নটরডেম কলেজের শিক্ষার্থী মাহমুদুল হাসান ওয়াসিফ, বাণিজ্য বিভাগ থেকে প্রথম হয়েছেন নরসিংদী সরকারি কলেজের শিক্ষার্থী মো. সাজিত মিয়া ও মানবিক বিভাগ থেকে প্রথম হয়েছেন হলিক্রস কলেজের শিক্ষার্থী তাবাসসুম তিথি।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বছর বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় ১ লাখ ২০ হাজার ৪৮৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন। এই ইউনিটে ৭ হাজার ৪৩৭ জন শিক্ষার্থী পাস করেছেন। এর মধ্যে বিজ্ঞান শাখায় ৬ হাজার ৯২২ জন, মানবিক শাখায় ৩৯৩ জন ও ব্যবসায় শিক্ষা শাখায় ১২২ জন পাস করেছেন। পাসের হার ৫ দশমিক ৯৩ শতাংশ।

এই ইউনিটে মোট আসনসংখ্যা রয়েছে ১ হাজার ৮৯৬টি। এর মধ্যে বিজ্ঞান শাখার জন্য ১ হাজার ৮২০টি, মানবিক শাখার জন্য ৫১টি ও ব্যবসায় শিক্ষা শাখার জন্য ২৫টি আসন রয়েছে।

পরীক্ষার বিস্তারিত ফলাফল admission.eis.du.ac.bd ওয়েবসাইটে জানা যাচ্ছে। এ ছাড়া টেলিটক, রবি, এয়ারটেল ও বাংলালিংক মোবাইল নম্বর থেকে DU SCI ˂roll no˃ টাইপ করে ১৬৩২১ নম্বরে send করে ফিরতি SMS-এ ফলাফল জানা যাচ্ছে।

অন্তঃসত্ত্বা স্ত্রীকে দেখতে বাড়ি যাওয়ার পথে অটোরিকশার ধাক্কায় পুলিশ সদস্য নিহত

ঈদে ফাঁকা রাজধানী, তৎপর আইনশৃঙ্খলা বাহিনী

৮৩ বছর ধরে চলছে যে ঘোড়দৌড় প্রতিযোগিতা

ঘুরতে বেরিয়ে ৩ মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল ৪ যুবকের

ঈদের রাতে জানালা দিয়ে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ

মাদারীপুরে ২ মোটরসাইকেলের সংঘর্ষে ২ যুবক নিহত

কিশোরগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

গোপালগঞ্জে মাছের ঘের কাটা নিয়ে সংঘর্ষ, আহত ২০

রাজবাড়ীতে বিছানায় পড়ে ছিল প্রবাসীর স্ত্রীর গলায় ওড়না প্যাঁচানো মরদেহ

সাভারে নৈশপ্রহরী হত্যা: ঝগড়া থামাতে আসায় গুলি ছোড়েন মদ্যপ যুবক