Ajker Patrika
হোম > শিক্ষা > ক্যাম্পাস

ফটোগ্রাফিতেই জীবন কাটাতে চান রোজেল

মুহাম্মদ শফিকুর রহমান 

ফটোগ্রাফিতেই জীবন কাটাতে চান রোজেল

দৃকের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর বিশেষ আলোকচিত্র প্রদর্শনী। সেখানে প্রবেশ করতেই হাতের ডানে প্রিন্ট করে রাখা এক বিশাল ছবি। এর বিষয়, পুলিশের ব্যারিকেডে ছাত্র-জনতা। সাম্প্রতিক সময়ে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক ঘটনার একটুকরো ক্যামেরায় ধরা পড়েছিল কাজী আরিফুজ্জামান রোজেলের হাতে।

এ পর্যন্ত দেশ-বিদেশে ৩০টির বেশি প্রদর্শনীতে অংশ নিয়েছেন রোজেল। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি অ্যাওয়ার্ড জিতেছেন। ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ থেকে হিসাববিজ্ঞানে স্নাতক শেষ করার পর এখন কাউন্টার ফটো, আ সেন্টার ফর ভিজ্যুয়াল আর্টে দুই বছরের জন্য প্রফেশনাল ফটোগ্রাফির ওপর ডিপ্লোমা করছেন তিনি। পরিবারের অন্য সদস্যদের সঙ্গে তিনি ব্রাহ্মণবাড়িয়াতেই থাকেন।

শখের কার্টুন আঁকা ছেড়ে ফটোগ্রাফি করতে শুরু করেন রোজেল। একসময় মোবাইল ফোন দিয়ে ছবি তুললেও ধীরে ধীরে তিনি ফটোগ্রাফির জন্য সংগ্রহ করেছেন ক্যামেরাসহ অন্যান্য অ্যাকসেসরিজ। রোজেল মূলত লাইফস্টাইল ও কনসেপচুয়াল ফটোগ্রাফি করেন। এ জন্য দেশের ৩০টি জেলা এবং ভারতের ১৩টি রাজ্যে গেছেন ছবি তুলতে।

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মানুষের সঙ্গে মিশে যাওয়ার এক আশ্চর্য গুণ আছে রোজেলের। তবু কিছু জায়গায় ছবি তুলতে গিয়ে বাধার মুখোমুখি হতে হয়। এখন অবশ্য এসব বিষয়ে বেশ দক্ষতা অর্জন করেছেন তিনি। নিজের ছবি তোলার দক্ষতা শাণিয়ে নিতে আলোকচিত্র বিষয়ে প্রাতিষ্ঠানিক লেখাপড়ার দিকে ঝুঁকেছেন। করেছেন বিভিন্ন কোর্স। এখন করছেন ফটোগ্রাফির ওপর প্রফেশনাল ডিপ্লোমা; পাশাপাশি করছেন নিজের বিভিন্ন প্রকল্প। এখন সে রকম চারটি প্রকল্প চলমান রয়েছে তাঁর। এর দুটি প্রকল্পের অর্থায়ন করছে একটি বেসরকারি সংস্থা। পাশাপাশি সোলেন্ট ফটো এজেন্সিতে কন্ট্রিবিউটর হিসেবে কাজ করছেন। এ ছাড়া তিনি নিজের আলোকচিত্র বিক্রিও করেন।

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ছবি তোলার আগে নির্দিষ্ট জায়গাটির খোঁজখবর করতে সেখানে একাধিক দিন যাতায়াত করেন রোজেল। সেখানকার পরিবেশ ও মানুষের সঙ্গে মিশে যাওয়ার চেষ্টা করেন। বিভিন্ন বিষয় বোঝার চেষ্টা করেন। তারপর ছবি তোলেন।

ছবি: সংগৃহীত

রোজেল দেশ-বিদেশ থেকে ৫০টির বেশি পুরস্কার পেয়েছেন। এগুলোর মধ্যে ১৫৮টি দেশের ফটোগ্রাফারদের অংশগ্রহণে ওয়াটার ক্যাটাগরিতে সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি অ্যাওয়ার্ড প্রধান। এ পুরস্কার তাঁকে দেশ-বিদেশে ব্যাপক পরিচিতি এনে দিয়েছে।

পুরো জীবন ছবি তুলে কাটাতে চান রোজেল। এখন পর্যন্ত এটাই তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা।

আইইউটির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন, ডিগ্রির সীমানা পেরিয়ে সম্ভাবনার পথে

কৃষি গবেষণায় বাংলাদেশের উজ্জ্বল মুখ

পাবিপ্রবিতে বসন্তের ছোঁয়া

বাকৃবি শিক্ষার্থীদের শিক্ষাসফর

বুয়েট ক্যাম্পাসে হুয়াওয়ের রিক্রুটমেন্ট কর্মসূচির আয়োজন

ঝিনাইদহে স্কুলশিক্ষার্থীদের নিয়ে আয়োজিত হলো ‘রেক্সল’ হাত ধোয়া কর্মসূচি

গাকৃবিতে সিড টেকনোলজির সার্টিফিকেট প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ৭ম সমাবর্তন ২০২৫ সম্পন্ন, স্বর্ণপদক পেলেন ১৯ শিক্ষার্থী

গণমাধ্যমে কর্মরত স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ক্যাম্পাসে মিলনমেলা