Ajker Patrika
হোম > শিক্ষা > ক্যাম্পাস

৩য় ব্রুডা আইভি ন্যাশনাল ডিবেট: চ্যাম্পিয়ন ইউআইইউ

ক্যাম্পাস ডেস্ক

৩য় ব্রুডা আইভি ন্যাশনাল ডিবেট: চ্যাম্পিয়ন ইউআইইউ

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেট ক্লাব (ইউআইইউডিসি) ‘উপায় প্রেজেন্টস ৩য় ব্রুডা আইভি ন্যাশনাল ডিবেট চ্যাম্পিয়নশিপ ২০২৩’ শীর্ষক দুই দিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে। ডিবেট চ্যাম্পিয়নশিপের ফাইনাল রাউন্ড এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্প্রতি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। বিতর্ক প্রতিযোগিতার আয়োজনে ছিল বেগম রোকেয়া ইউনিভার্সিটি ডিবেটিং অ্যাসোসিয়েশন (ব্রুডা)।

এবারের ডিবেট চ্যাম্পিয়নশিপে ঢাকা, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, রাজশাহী ও খুলনা বিশ্ববিদ্যালয় এবং চুয়েট, রুয়েট, ইউআইইউসহ মোট ৩২টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় অংশ নেয়। ইউআইইউডিসি ফাইনাল রাউন্ডে শক্তিশালী প্রতিপক্ষ রাজশাহী বিশ্ববিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

ইউআইইউ ডিবেট ক্লাবের দুই বিতার্কিক ছিলেন ডেটা সায়েন্স বিভাগের আবদুল্লাহ আল হাবিব বাঁধন ও অর্থনীতি বিভাগের কে এম ইসমাইল সাফা। বাঁধন ডিবেটার অব দ্য টুর্নামেন্ট এবং ডিবেটার অব দ্য ফাইনাল দুটি স্বীকৃতি অর্জন করেন। কে এম ইসমাইল সাফা তৃতীয় সেরা বক্তা হওয়ার গৌরব অর্জন করেন।

ইউআইইউর উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল কাশেম মিয়া বিজয়ী সদস্যদের জাতীয় পর্যায়ে এই শ্রেষ্ঠত্ব অর্জনে অভিনন্দন জানান। এ ছাড়া তিনি ইউআইইউ শিক্ষার্থীদের বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য সব ধরনের সুযোগ-সুবিধা প্রদানের প্রতিশ্রুতি দেন।

জবিতে রমজানে ক্লাস অনলাইনে, পরীক্ষা সশরীরে

আইইউটির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন, ডিগ্রির সীমানা পেরিয়ে সম্ভাবনার পথে

কৃষি গবেষণায় বাংলাদেশের উজ্জ্বল মুখ

পাবিপ্রবিতে বসন্তের ছোঁয়া

বাকৃবি শিক্ষার্থীদের শিক্ষাসফর

বুয়েট ক্যাম্পাসে হুয়াওয়ের রিক্রুটমেন্ট কর্মসূচির আয়োজন

ঝিনাইদহে স্কুলশিক্ষার্থীদের নিয়ে আয়োজিত হলো ‘রেক্সল’ হাত ধোয়া কর্মসূচি

গাকৃবিতে সিড টেকনোলজির সার্টিফিকেট প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ৭ম সমাবর্তন ২০২৫ সম্পন্ন, স্বর্ণপদক পেলেন ১৯ শিক্ষার্থী