Ajker Patrika
হোম > শিক্ষা > ক্যাম্পাস

অর্ধশত বছরের বিজনেস ক্লাব

মুসাররাত আবির, ঢাকা

অর্ধশত বছরের বিজনেস ক্লাব

যদি দেশের কলেজপর্যায়ের পুরোনো ক্লাবগুলোর একটি তালিকা তৈরি করতে বলা হয়, তাহলে নটর ডেম বিজনেস ক্লাবের নাম সেই তালিকায় অবধারিত। ‘কারবারই অর্থনৈতিক উন্নয়নের মূল ভিত্তি’ প্রতিপাদ্য সামনে রেখে ১৯৭৩ সালে তৎকালীন ছাত্র উপদেষ্টা ও সমাজকল্যাণ বিভাগের শিক্ষক ফাদার স্টিফেন গোমেজ, সিএসসি ও সাবেক অধ্যক্ষ ফাদার বেঞ্জামিন ডি কস্তা, সিএসসির পৃষ্ঠপোষকতা ও সাবেক শিক্ষক মো. নুরুন্নবীর চেষ্টায় শুরু হয়েছিল এই নটর ডেম বিজনেস ক্লাব।

ক্লাবটির বর্তমান সভাপতি ইব্রাহিম আনোয়ার জানান, মূলত ব্যবসায় শিক্ষার শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক জ্ঞান, সমসাময়িক ব্যবসা ও অর্থনীতিসংক্রান্ত জ্ঞানে দীক্ষিত করাই এই ক্লাবের মূল উদ্দেশ্য। 

নতুন সদস্য সংগ্রহ
প্রতিবছর প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের মাঝে ক্লাবের ফরম বিতরণ করা হয়। এরপর সেই ফরম অনুযায়ী পরিচিতি সভা ও আনুষ্ঠানিকভাবে নবীনবরণের মাধ্যমে সবাইকে ক্লাব সদস্য হিসেবে গ্রহণ করা হয়। এই সাধারণ সভায় মূলত ক্লাবের বার্ষিক কার্যক্রম সম্পর্কে নতুনদের ধারণা দেওয়া হয়।

কার্যক্রম
এই ক্লাব কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা নেতৃত্ব, দূরদর্শিতা, লেখালেখি, ব্যবস্থাপনাসংক্রান্ত নানা দক্ষতা অর্জন করতে পারে। শুধু তা-ই নয়, অর্জিত দক্ষতা কাজে লাগানোর জন্য বিভিন্ন উদ্ভূত পরিস্থিতি ও প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়ে থাকে। নিজেদের কর্মক্ষেত্র ও ব্যক্তিগত জীবনে নানাবিধ দক্ষতা অর্জন ও উদ্যোগী হিসেবে গড়ে তোলাও নটর ডেম বিজনেস ক্লাবের অন্যতম উদ্দেশ্য।

বিজনেস ক্লাবটি প্রতিবছর বিভিন্ন ধরনের প্রতিযোগিতা ও কর্মশালার আয়োজন করে। প্রতিটি কর্মশালাই শিক্ষার্থীদের মাঝে আলোড়ন ও নতুন কিছু করার মানসিকতা সৃষ্টি করে।

শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞান যাচাইয়ে বিভিন্ন কুইজ, কলেজের অভ্যন্তরে নানান প্রতিযোগিতার আয়োজন করা হয়। ব্যবহারিক ও বাস্তবিক অভিজ্ঞতা লাভের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন ক্লাব সদস্যদের জ্ঞানভান্ডারকে সমৃদ্ধ করে।

২০১৫ সাল থেকে দেশের কলেজপর্যায়ে প্রথম ‘বিজনেস ফেস্ট’ আয়োজনের কৃতিত্ব নটর ডেম বিজনেস ক্লাবের। যার অষ্টম আসর ১৩ থেকে ১৬ নভেম্বর অনলাইনে এবং ১৭ ও ১৮ নভেম্বর কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। ১০০টির বেশি প্রতিষ্ঠান থেকে ৩ হাজারের বেশি অংশগ্রহণকারীর পদচারণে মুখর ছিল ক্যাম্পাস।

আইইউটির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন, ডিগ্রির সীমানা পেরিয়ে সম্ভাবনার পথে

কৃষি গবেষণায় বাংলাদেশের উজ্জ্বল মুখ

পাবিপ্রবিতে বসন্তের ছোঁয়া

বাকৃবি শিক্ষার্থীদের শিক্ষাসফর

বুয়েট ক্যাম্পাসে হুয়াওয়ের রিক্রুটমেন্ট কর্মসূচির আয়োজন

ঝিনাইদহে স্কুলশিক্ষার্থীদের নিয়ে আয়োজিত হলো ‘রেক্সল’ হাত ধোয়া কর্মসূচি

গাকৃবিতে সিড টেকনোলজির সার্টিফিকেট প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ৭ম সমাবর্তন ২০২৫ সম্পন্ন, স্বর্ণপদক পেলেন ১৯ শিক্ষার্থী

গণমাধ্যমে কর্মরত স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ক্যাম্পাসে মিলনমেলা