সিলেট সংবাদদাতা
বর্ধিত পানির বিল প্রত্যাহারে সিটি করপোরেশনের মেয়রের আশ্বাস বাস্তবায়নের দাবিতে গতকাল বৃহস্পতিবার বিভিন্ন সংগঠন মানববন্ধন করেছে। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সুরমা বয়েজ ক্লাব, সিলেট ফাউন্ডেশন, ওয়েব অব হিউম্যানিটি অ্যালায়েন্স, ক্লিন সিটি ও লুমিলাস সোশ্যাল সার্ভিস ক্লাবের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
সুরমা বয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা আনোয়ার হোসেনের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. আরমান আহমদ শিপলু।
সিলেট ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান ময়নুল ইসলাম আশরাফীর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন ক্বারি আবু বক্কর, মানিক মিয়া, রায়হান আহমদ, সিলেট জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জাকারিয়া চৌধুরী শিপলু, আম্বরখানা বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক গোলজার আহমদ, ওয়েব অব হিউম্যানিটি অ্যালায়েন্সের সভাপতি কাজী মুহিবুর রহমান প্রমুখ।