Ajker Patrika

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

  • দাউদকান্দি থেকে চৌদ্দগ্রাম পর্যন্ত ৯৭ কিলোমিটারে বেড়েই চলছে ডাকাতি।
  • আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
মো. আকতারুজ্জামান, চৌদ্দগ্রাম (কুমিল্লা) 
আপডেট : ০২ মার্চ ২০২৫, ০৯: ৩৩
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। ফাইল ছবি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। ফাইল ছবি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, গত ৫ আগস্টের পর মহাসড়কের কুমিল্লা অঞ্চলের দাউদকান্দি থেকে চৌদ্দগ্রাম পর্যন্ত ৯৭ কিলোমিটার সড়কে বেড়েই চলছে ডাকাতির ঘটনা। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে দেশে ফেরা প্রবাসীরা ডাকাতির শিকার হচ্ছেন বেশি। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কুমিল্লা অঞ্চলের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক কামাল জানান, গত ৬ মাসে এই ৯৭ কিলোমিটার মহাসড়কজুড়ে ৪টি ডাকাতি ও ৯টি দস্যুতার ঘটনা ঘটে। যার অধিকাংশই ঘটে চৌদ্দগ্রামে।

তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র জানায়, গত ৬ মাসে এই ৯৭ কিলোমিটার মহাসড়কে অর্ধশতাধিক ডাকাতি ও দস্যুতার ঘটনা ঘটেছে।

ভুক্তভোগী ও গাড়িচালক সূত্রে জানা যায়, এই সড়কে চলাচলকারী কুমিল্লা অঞ্চলের হালকা যানবাহনের চালকেরা ডাকাতের হাত থেকে পরিত্রাণ পেতে ভার্চুয়াল গ্রুপ খুলেছেন। যখনই তাদের কোনো সহকর্মী ডাকাতের আক্রমণের শিকার হচ্ছেন, তখনই তাঁরা ভার্চুয়াল গ্রুপে শেয়ার করে অন্যদের জানান দিচ্ছেন। তাঁদের তথ্যও বলছে, গত ৬ মাসে কুমিল্লার দাউদকান্দি থেকে জেলার চৌদ্দগ্রাম উপজেলা পর্যন্ত মহাসড়কে অর্ধশতাধিক ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটে। তবে ঝামেলা এড়াতে অনেকে মামলায় যাচ্ছেন না।

লক্ষ্য প্রবাসীরা

ডাকাতদের লক্ষ্যে পরিণত হচ্ছেন প্রবাসীরা। ঢাকার বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে মহাসড়কের দাউদকান্দি সদর, গৌরীপুর, বুড়িচংয়ের নিমসার, কালা কচুয়া, সৈয়দপুর, কুমিল্লা সদর দক্ষিণ ও চৌদ্দগ্রামের কয়েকটি এলাকায় ডাকাতিগুলো ঘটছে। চৌদ্দগ্রামের মাইক্রোবাসচালক শাহাদাত হোসেন বলেন, রাতের বেলায় এখন সড়কে গাড়ি চালানো অনেক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। একধরনের পিকআপ আছে, তাদের বডিগুলো অনেক উঁচু করা। তবে এদের কোনো নম্বরপ্লেট থাকে না। পেছনের অংশে ৮-১০ জন অনায়াসে শুয়ে থাকে। এই সময় ওপরে থাকে ত্রিপল। এগুলো ডাকাতদের গাড়ি, তা বোঝার উপায় থাকে না। তারা প্রবাসীর গাড়ি লক্ষ্যবস্তু করে একধরনের লাইট ব্যবহার করে পেছন থেকে প্রবাসীর গাড়িতে কী কী মালপত্র আছে, তা দেখে নেয়। পরে তারা পিছু নেয়। সুযোগ বুঝে নির্জন স্থানে গিয়ে ডাকাতি করে।

গত ২৭ ফেব্রুয়ারি ভোরে মহাসড়কের চৌদ্দগ্রামের ফাল্গুনকরা মাজার-সংলগ্ন এলাকায় কুয়েতপ্রবাসী নাইমুল ইসলাম স্বজনদের নিয়ে বাড়ি ফেরার সময় সশস্ত্র ডাকাত দল হামলা চালিয়ে টাকা, মূল্যবান মালপত্রসহ সর্বস্ব লুটে নিয়ে যায়। আক্ষেপ করে নাইমুল ইসলাম বলেন, ‘আমি কুয়েত যাওয়ার কয়েক দিন আগে বিয়ে করে প্রবাসে চলে যাই। দীর্ঘ ১৭ মাস পর স্ত্রীসহ স্বজনদের জন্য কিছু কেনাকাটা করে বাড়ি ফিরছিলাম। কিন্তু ডাকাত দল হামলা চালিয়ে আমার সর্বস্ব কেড়ে নিল।’ ১ মার্চ ভোরবেলায় একই জায়গায় একই কায়দায় মালয়েশিয়াপ্রবাসী বেলাল হোসেন ডাকাতের কবলে পড়ে সব হারিয়েছেন। তিনি বিমানবন্দর থেকে একটি প্রাইভেট কার ভাড়া করে গ্রামের বাড়ি ফেনীর দাগনভূঁঞায় যাচ্ছিলেন। বেলাল হোসেন বলেন, ‘৩ বছর পর দেশে এসেছি। সামনে ঈদ, পরিবার-পরিজনের জন্য কিছু কেনাকাটা করেছিলাম। সঙ্গে ছিল ৩ হাজার রিঙ্গিত। ডাকাত দল আমার সব কেড়ে নিয়েছে। কীভাবে রমজানের খরচ জোগাব এবং ঈদ করব, তা ভেবে পাচ্ছি না।’

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে ডাকাতি

গত ২৭ অক্টোবর বিকেলে মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার মিশ্বানী এলাকায় র‍্যাব পরিচয়ে বিকাশ এজেন্টের ২৭ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনায় র‍্যাব অভিযান চালিয়ে ৫ নভেম্বর ৯ জনকে গ্রেপ্তার করলেও উদ্ধার হয়নি লুণ্ঠিত টাকা। তবে এই সময় আটককৃতদের কাছ থেকে বেশ কিছু ধারালো অস্ত্র, ওয়াকিটকি, র‍্যাবের স্টিকার উদ্ধার করা হয়। চলতি বছরের ১৫ জানুয়ারি ভোরবেলা একই এলাকা থেকে ৩০০ বস্তা চালবোঝাই একটি ট্রাক ডাকাত চক্র পুলিশ পরিচয় দিয়ে ছিনতাই করে। চালগুলো বগুড়া থেকে কক্সবাজারে নেওয়া হচ্ছিল। এ ঘটনার ৪০ দিন পর ২৪ ফেব্রুয়ারি পুলিশ গাজীপুর থেকে খালি ট্রাকটি উদ্ধার করলেও মালপত্র বা এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এ দুটি ঘটনা পুলিশ দস্যুতার মামলা হিসেবে রেকর্ড করেছে।

গত ৮ আগস্ট কুমিল্লার আদর্শ সদর উপজেলায় নিশ্চিন্তপুর এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচয়ে ডাকাতির শিকার হন ইতালিপ্রবাসী আব্দুল কুদ্দুস। তিনি ওই দিন দুপুরে কুমিল্লা সেনানিবাস এলাকার একটি ব্যাংক থেকে টাকা তুলে শহরের দিকে যাচ্ছিলেন। পথে র‍্যাব পরিচয়ে তাঁকে ডাকাত দল তুলে নেয়। এরপর বিভিন্ন স্থানে ঘুরিয়ে ৬ লাখ টাকা লুট করে তাঁকে আলেখারচর এলাকায় ফেলে রেখে যায়। এ ঘটনার পর কয়েকবার চেষ্টা করেও তিনি থানায় মামলা করতে পারেননি। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর সদস্যরা বলছেন, অধিকাংশ ক্ষেত্রে ডাকাতি কিংবা ছিনতাইয়ের শিকার যাত্রীরা ভয়ে দ্রুত এলাকা ছেড়ে চলে যাচ্ছেন।

দুই মিনিটের মিশন

ডাকাতির শিকার হওয়া ব্যক্তিদের সঙ্গে আলাপ করে জানা গেছে, ডাকাত দল পেছন থেকে হঠাৎ আক্রমণ করে। নেমেই তারা ত্রাস সৃষ্টির জন্য ধারালো দেশীয় অস্ত্র দিয়ে গাড়ির কাচগুলো ভাঙা শুরু করে। এই সময় চালকসহ গাড়ির যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে মালপত্র তাদের গাড়িতে তুলে নেয়। চৌদ্দগ্রাম থানার ওসি মোহাম্মদ হেলাল উদ্দিন আহমেদ জানান, সশস্ত্র ডাকাত দল মাত্র দুই-আড়াই মিনিটের মধ্যেই যাত্রীদের সবকিছু লুটে নিয়ে যায়।

কাজে আসছে না সিসি ক্যামেরা

ডাকাতি, ছিনতাই, দস্যুতা প্রতিরোধে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হলেও তা এখন আর কাজে আসছে না। মিশ্বানীর দুই দস্যুতার ঘটনা এবং ফাল্গুনকরা মাজার এলাকায় প্রবাসীর গাড়ি ডাকাতির ঘটনার অল্প কিছু দূরেই সিসি ক্যামেরা থাকলেও পুলিশ সেখান থেকে কোনো তথ্য নিতে পারেনি বলে জানা গেছে। ইলিয়টগঞ্জের প্রাইভেট কার চালক মো. রাসেল বলেন, ‘ইদানীং ডাকাতি আশঙ্কাজনক হারে বেড়ে চলছে। রাতে যানজটের মধ্যে ডাকাতেরা অতর্কিতে হামলা করে যাত্রীদের সর্বস্ব লুট করে নিয়ে যাচ্ছে। আমরা ও নিরাপত্তাহীনতায় ভুগছি।’

হাইওয়ে পুলিশের কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপারের দায়িত্বে থাকা অতিরিক্ত মহাপরিদর্শক খাইরুল আলম বলেন, ‘গত কয়েক মাসে সড়কে যেসব ডাকাতির ঘটনা ঘটেছে, তথ্যপ্রযুক্তির সহায়তায় সেসব ঘটনার ডাকাতদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রেখেছি। রমজান এবং ঈদে মহাসড়কে ডাকাতি প্রতিরোধে আমরা কয়েকভাবে বিভক্ত হয়ে নিরাপত্তা জোরদার করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে ভেঙে ফেলার আহ্বান ত্রিপুরার রাজপরিবার প্রধানের

বাংলাদেশে-ভারত সম্পর্কের অবনতিতে দায়ী মোদি সরকারের কূটনৈতিক ব্যর্থতা: কংগ্রেস

তখন অন্য একটা সংগঠন করতাম, এখন বলতে লজ্জা হয়: জামায়াতের আমির

কুতুবদিয়ায় ছাত্রলীগ নেতার ছুরিকাঘাতে ২ ছাত্রদল নেতা আহত

আইসিসির শাস্তি নিয়ে খেলতে নামা পাকিস্তানকে হেসেখেলে হারাল নিউজিল্যান্ড

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত