Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

বেড়ায় অবরুদ্ধ ৩ পরিবারের দুরবস্থা দেখলেন ইউএনও

পাইকগাছা প্রতিনিধি

বেড়ায় অবরুদ্ধ ৩ পরিবারের দুরবস্থা দেখলেন ইউএনও

পাইকগাছায় রাস্তায় বেড়া দেওয়ায় অবরুদ্ধ হয়ে পড়া তিন পরিবারের দুরবস্থা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মমতাজ বেগম ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান। গত মঙ্গলবার বিকেলে তাঁরা এ ঘটনাস্থল পরিদর্শন করেন।

পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, কোনো ব্যক্তিগত জমির ওপর দিয়ে রাস্তা নয়। খাস জমির ওপর দিয়ে তাঁদের চলাচলের রাস্তা করে দেওয়া হবে। এ সময় তিনি গড়ুইখালী ইউনিয়নের চেয়ারম্যানের সমন্বয় সার্ভেয়ার দিয়ে পরিমাপ করে খাস জমির ওপর দিয়ে রাস্তার নির্দেশ দেন।

এ সময় উপস্থিত ছিলেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়াউর রহমান, গড়ুইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস ছালাম কেরু, ইউপি সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

উল্লেখ্য, উপজেলার গড়ইখালী ইউনিয়নের হুগলার চক গ্রামে মো. ইউনুস আলী শেখ (৭০) ও তার ভাইয়েরা বসবাস করে। তাঁদের ৩টি পরিবার প্রায় ৪ বছর ধরে রাস্তা না থাকার কারণে জমির আইলের ওপর দিয়ে যাতায়াত করতেন। সম্প্রতি তাঁদের যাতায়াতের পথ স্থানীয় সামছুর ঢালী, কওসার ঢালী ও মুজিবর ঢালী বন্ধ করে দেন। এতে ওই ৩ পরিবার অবরুদ্ধ হয়ে পড়ে।

এ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করলে তিনি সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি অবরুদ্ধ পরিবারের যাতায়াতের জন্য খাস জমি অবমুক্ত করে রাস্তা তৈরির নির্দেশ দেন।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ