হোম > ছাপা সংস্করণ

চেনা ছকের বাইরে আয়ুষ্মান

বিনোদন ডেস্ক

ভিন্নধর্মী সিনেমায় অভিনয়ের জন্য বলিউডে বেশ আলোচিত আয়ুষ্মান খুরানা। ‘বাধাই হো’, ‘অন্ধাধুন’ ‘বালা’, ‘শুভ মঙ্গল জ্যায়াদা সাবধান’-এর মতো সুপারডুপার হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন তিনি। পাশাপাশি ‘আর্টিকল ১৫’-এর মতো সিনেমা দিয়ে সমালোচকদেরও মন জয় করেছেন। তবে করোনাকাল থেকে সময়টা ভালো যাচ্ছে না তাঁর। ‘ডক্টর জি’, ‘অনিক’ ‘চণ্ডীগড় করে আশিকি’ সিনেমাগুলো বক্স অফিসে ব্যর্থ হয়েছে।

তাই বলে হাল ছাড়ার পাত্র নন আয়ুষ্মান। নিজের ব্যর্থতা ঝেড়ে ফেলতে প্রথমবারের মতো পর্দায় আসছেন অ্যাকশন হিরো হয়ে। তাঁর সঙ্গে রয়েছেন অভিনেতা জয়দীপ আহলাওয়াত। সিনেমায় মানব নামের একজন অ্যাকশন হিরো আয়ুষ্মান। ক্যারিয়ারের যখন তুমুল সময়, হরিয়ানায় একটি শুটিং চলাকালে অ্যাকসিডেন্ট করে সে। সেই থেকে পালিয়ে বেড়াচ্ছে মানব। বাঁচার জন্য একসময় পালিয়ে যায় লন্ডনে। জয়দীপ পিছু নেয় আয়ুষ্মানের।

আয়ুষ্মান বলেন, ‘এটি আমার জন্য ছক ভাঙা সিনেমা। আমি সাধারণত সামাজিক বার্তা দেওয়া সিনেমা করি হাসির মোড়কে। কিন্তু এটি পুরোই থ্রিলে ভরপুর।’

অ্যাকশন হিরোর চরিত্রে কাজ করাটাও একেবারে সহজ ছিল না আয়ুষ্মানের জন্য। একটি ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘উঁচু বিল্ডিং থেকে ঝাঁপ দেওয়ার একটি দৃশ্য আছে। যদিও সব রকম সুরক্ষাই নেওয়া ছিল টেকনিশিয়ানদের তরফ থেকে, তবুও মন থেকে ভয় তাড়াতে পারছিলাম না। মনে হচ্ছিল, যেকোনো মুহূর্তে অঘটন ঘটে যেতে পারে। হাত-পা ঠাণ্ডা হয়ে আসছিল আমার।’

অনিরুদ্ধ আইয়ার পরিচালিত এই সিনেমায় আয়ুষ্মানের সঙ্গে আরও থাকছেন মিরবেল স্টুয়ার্ট, নোরা ফাতেহি ও মালাইকা অরোরা। আজ মুক্তি পাচ্ছে সিনেমাটি। ‘অ্যান অ্যাকশন হিরো’র হাত ধরে বক্স অফিসে আয়ুষ্মান খুরানা ঘুরে দাঁড়াতে পারেন কি না এখন সেটাই দেখার।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন