Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

যৌতুকের দাবিতে অন্তঃসত্ত্বা নারীকে নির্যাতনের অভিযোগ

মাদারীপুর প্রতিনিধি

যৌতুকের দাবিতে অন্তঃসত্ত্বা নারীকে নির্যাতনের অভিযোগ

মাদারীপুরের ডাসার উপজেলায় দুই মাসের অন্তঃসত্ত্বা পুত্রবধূ তাহমিনা আক্তারকে যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ উঠেছে শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে। গত শনিবার তাঁকে শারীরিকভাবে নির্যাতন করা হয়। স্বজনেরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। তিনি সেখানে চিকিৎসাধীন। গতকাল রোববার সকালে এসব অভিযোগ পাওয়া যায়। তবে নির্যাতনের বিষয়ে গতকাল পর্যন্ত থানায় অভিযোগ করেনি ভুক্তভোগীর পরিবার।

স্থানীয় ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, তিন বছর আগে পারিবারিকভাবে ডাসার উপজেলার ধামুসা গ্রামের মস্তফা ঢালীর ছেলে সোহেল ঢালীর সঙ্গে বিয়ে হয় পশ্চিম বনগ্রামের মৃত সত্তার হাওলাদারের মেয়ে তহমিনা আক্তারের। বিয়ের পর যৌতুক হিসেবে প্রায় দুই লাখ টাকা নেয় ছেলের পরিবার। আবারও ছেলের সরকারি চাকরি কথা বলে আরও পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করা হয়। টাকা দিতে ব্যর্থ হওয়ায় গত শনিবার বিকেলে শ্বশুর মো. মস্তফা ঢালী, শাশুড়ি রাজিয়া বেগম ও ননদ মিনারা মিলে এলোপাতাড়ি কিল-ঘুষি, লাথি মেরে আহত করেন। সংবাদ পেয়ে বাবার বাড়ির লোকজন তাঁকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

ভুক্তভোগী তহমিনা বেগম বলেন, ‘বিয়ের পর থেকে বিভিন্ন সময় যৌতুক দাবি করে মারধর করেন তাঁরা। এর আগে দুই লাখ টাকা দেওয়া হয়। আবারও পাঁচ লাখ টাকার দাবিতে শনিবার শ্বশুর, শাশুড়ি ও ননদ মিলে মারধর করেন। তাঁদের বিরুদ্ধে মামলা করব।’

এ ব্যাপারে তহমিনার শ্বশুর মস্তফা ঢালীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান বলেন, ‘নির্যাতনের খবর পেয়েছি। কিন্তু পরিবার থেকে কোনো লিখিত অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ