রাজধানীর উত্তরায় ভাড়া নিয়ে কথা-কাটাকাটির জের ধরে রিকশাচালককে পেটানোর অভিযোগে গ্রেপ্তার হওয়া এক চীনা নাগরিককে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল শনিবার ইউ হাও (৩৬) নামের ওই চীনা নাগরিককে কারাগারে পাঠানো হয়।
গত শুক্রবার বিকেলে উত্তরা ১৩ নম্বর সেক্টরের জমজম টাওয়ারের সামনে মিজানুর রহমান নামে এক রিকশাচালককে মারধর করেন তিন চীনা নাগরিক। স্থানীয়রা তখন ওই তিনজনকে আটক করে পিটুনি দেয়। তিনজনের মধ্যে জেকি (৪০) ও ওয়েই (৫৪) নামে দুজন পালিয়ে গেলেও ইউ হাওকে পুলিশে সোপর্দ করা হয়। এ ঘটনায় ওই তিনজনকে আসামি করে শুক্রবার রাতে উত্তরা পশ্চিম থানায় মামলা করেন মিজানুর। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে ইউ হাওকে গতকাল ঢাকার সিএমএম আদালতে পাঠালে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার তদন্ত কর্তকর্তা উত্তরা পশ্চিম থানার এসআই নিয়াজ মোহাম্মদ শরীফ জানান, ভুক্তভোগী রিকশাচালক তাঁকে হত্যার উদ্দেশ্যে মারধর করার অভিযোগে একটি মামলা করেছেন। ওই মামলায় এক চীনা নাগরিককে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। আদালত তাঁকে কারাগারে পাঠিয়েছেন। পালিয়ে যাওয়া অপর দুই আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।