হোম > ছাপা সংস্করণ

‘সিলেট নিয়ে কটূক্তিকারীদের প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’

সিলেট প্রতিনিধি

আধ্যাত্মিক নগরী সিলেট নিয়ে কটূক্তিকারীদের প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছে।

গতকাল শনিবার নগরীর কোর্ট পয়েন্টে বিক্ষোভ মিছিল শেষে সভায় বক্তারা এই আহ্বান জানান।

শিরকের আড্ডাখানা ও হজরত শাহজালাল (র.)-এর দরগাহ শরীফকে মারকাযুশ শিরক বা শিরকের কেন্দ্র আখ্যাদানের প্রতিবাদে সর্বস্তরের জনতার পক্ষে এই মিছিল ও সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা সিলেট ও হজরত শাহজালাল (র.)-এর দরগাহ নিয়ে বিরূপ মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, সিলেট সারা দেশের মানুষের কাছে পবিত্র ভূমি ও আধ্যাত্মিক নগরী হিসেবে স্বীকৃত। এ ভূমিকে শিরকের আড্ডাখানা আখ্যা দেওয়া চরম ধৃষ্টতা ও সিলেটকে অবজ্ঞা করার শামিল। এটি সিলেটের মানুষের হৃদয়ে আঘাত দিয়েছে। অনুরূপভাবে হজরত শাহজালাল (র)-এর মাজারকে শিরকের কেন্দ্র বলে তারা চরম বেয়াদবি করেছে। সংশ্লিষ্টদের ধৃষ্টতামূলক মন্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করতে হবে।

সোবহানীঘাট জামেয়া মাহমুদিয়ার শাইখুল হাদীস জমিয়ত নেতা আব্দুল মালিক মুবারকপুরীর সভাপতিত্বে ও মহানগর আল ইসলাহর সাধারণ সম্পাদক আজির উদ্দিন পাশার পরিচালনায় সভায় বক্তব্য দেন-আল-ইসলাহর কেন্দ্রীয় নেতা আবু সালেহ কুতবুল আলম, উলামা পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক আবুল হাসান ফয়সাল, জামেয়া মাহমুদিয়ার ভাইস প্রিন্সিপাল আহমদ সগীর আমকোণী, জাতীয় ইমাম সমিতি সিলেটের সভাপতি হাবিব আহমদ শিহাব প্রমুখ।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন