গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বিদ্যুতায়িত হয়ে মেধা (৩) নামে এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার জামালপুর ইউনিয়নের পাতিল্লাকুড়া গ্রামের সেনা সদস্য ময়নুল ইসলামের মেয়ে।
নিহতের স্বজনেরা জানান, গত বুধবার দুপুরে নিজ বাড়িতে চাচা আমিনুরের ব্যাটারি চালিত অটোরিকশার চার্জার সঙ্গে লেগে বিদ্যুতায়িত হয় শিশু মেধা।
পরিবারের লোকজন তাকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান মন্ডল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।