নাটোরের বাগাতিপাড়ায় রাতের অন্ধকারে দুই কৃষকের ৯ বিঘা জমির ড্রাগন ও কলাগাছ কেটেছে দুর্বৃত্তরা।
গত বৃহস্পতিবার রাতে উপজেলার দয়ারামপুর ইউনিয়নের বাটিকামারি গ্রামের নদীর ধারে ৫ হাজার ড্রাগন ও ৮৩২টি কলাগাছ কাটা হয়। এতে কৃষকদের ১৬ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি তাঁদের।
জানা গেছে, বাটিকামারি নদীর ধারে ৪ বিঘা জমি লিজ নিয়ে ৮৩২টি কলাগাছ রোপণ করেন পার্শ্ববর্তী চারঘাট উপজেলার রবিউল ইসলাম। এর এক মাস পরই কলা বাগান থেকে কলা বাজারজাত করার কথা। কিন্তু গত বৃহস্পতিবার রাতে কলাগাছ কেটে ফেলে দুর্বৃত্তরা। এতে তাঁর ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে।
এ ছাড়া একই মাঠে ৫ বিঘা জমি লিজ নিয়ে ৫ হাজার ড্রাগনগাছের চারা রোপণ করেন বাঘা উপজেলার রেজাউল করিম। ওই রাতে সেই ড্রাগন বাগানের ৫ হাজার গাছ কেটে ফেলে দুর্বৃত্তরা। এতে রেজাউলের প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
বাগানমালিক রবিউল ইসলাম বলেন, দুর্বৃত্তরা তাঁর ৮৩২টি কলাগাছ কেটেছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।
জানতে চাইলে ড্রাগন ফল বাগানের মালিক রেজাউল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘অনেক স্বপ্ন নিয়ে অনেক টাকা খরচ করে বাগানটি করেছিলাম। কিন্তু এক রাতে সব শেষ হয়ে গেল। আমি পথে বসে গেলাম। এতে আমার প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।’
এ বিষয়ে জানতে চাইলে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ঘটনাটি বিশেষ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। জড়িতদের দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।