গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে পানিতে ডুবে আলিফ নামের পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গত শুক্রবার বিকেল থেকে তাকে পাওয়া যাচ্ছিল না। গতকাল শনিবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের দুর্গম চর কুশাহাটা গ্রামের পাশে পদ্মা নদীর ক্যানালে স্থানীয় জেলেরা শিশুটির লাশ ভাসতে দেখেন। পরে গ্রামবাসী ও স্বজনেরা এসে লাশ উদ্ধার করে। গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। তবে শিশুটির পিতা আলামিনের দাবি, তাঁর ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ পানিতে ভাসিয়ে দেওয়া হয়েছে।
শিশুটির বড় মামা মোতালেব মন্ডল বলেন, ‘আমার বোন ডালিমের সঙ্গে আট বছর আগে একই ইউনিয়নের ফেলু মোল্লাপাড়ার আলামিনের বিয়ে হয়। কিন্তু আলামিন স্ত্রী-সন্তানের ভরণপোষণ দিতেন না। তিন বছর ধরে বোন ও তাঁর সন্তান আমাদের বাড়িতে রয়েছে। গত শুক্রবার বিকেল থেকে আলিফকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আমরা সব জায়গায় তার খোঁজ করি। এমনকি নদীতে জালও ফেলি। শনিবার ভোরে জেলেরা লাশ ভেসে থাকতে দেখে চিৎকার করেন। পরে আমরা গিয়ে লাশ উদ্ধার করি।’
আলিফের বাবা আলামিন বলেন, ‘আমার ছেলেকে মেরে ফেলা হয়েছে। আমার স্ত্রীর সঙ্গে এক লোকের অবৈধ সম্পর্ক রয়েছে। তাই পথের কাঁটা দূর করতে ছেলেকে হত্যা করে পানিতে ফেলে দেওয়া হয়েছে।’
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে। শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।