Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

উদ্বোধনের অপেক্ষায় নতুন উপজেলা কমপ্লেক্স

ডুমুরিয়া প্রতিনিধি

উদ্বোধনের অপেক্ষায় নতুন উপজেলা কমপ্লেক্স

ডুমুরিয়ায় উদ্বোধনের অপেক্ষায় উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন। বহুল প্রতীক্ষিত পাঁচতলার এ ভবনের সব কাজ সম্পন্ন হয়েছে। ২৯ ডিসেম্বর উৎসব মুখর পরিবেশে নবনির্মিত এ ভবনের উদ্বোধন করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

উপজেলা পরিষদ সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ২০ নভেম্বর উপজেলা কমপ্লেক্স সম্প্রসারিত প্রশাসনিক ভবনের নির্মাণকাজ উদ্বোধন করা হয়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে এ কাজে চুক্তিমূল্য নির্ধারণ করা হয় ৬ কোটি ৭৭ লাখ ৫৭ হাজার ১০৬ টাকা। নির্মাণকাজের দায়িত্ব পান ঠিকাদার মোহন খান ও শেখ শাহিনুর রহমান।

এ প্রসঙ্গে উপজেলা প্রকৌশলী মো. রবিউল ইসলাম বলেন, ‘ইতিমধ্যে উপজেলা পরিষদ কমপ্লেক্সের সম্প্রসারিত প্রশাসনিক ভবনের নির্মাণকাজ শেষ হয়েছে। ২৯ ডিসেম্বর এর উদ্বোধন করবেন স্থানীয় সাংসদ নারায়ণ চন্দ্র চন্দ।

রবিউল ইসলাম আরও বলেন, খুলনা-সাতক্ষীরা মহাসড়ক থেকে সরাসরি পাঁচতলা ভবনের সঙ্গে একটি যুক্ত সড়ক ও পার্কিং চত্বর নির্মাণ করা হয়েছে। এখানে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়, কৃষি অধিদপ্তর, প্রকৌশল অধিদপ্তর, প্রকল্প বাস্তবায়ন কার্যালয়সহ উপজেলার প্রায় সব অধিদপ্তরের কার্যক্রম চলবে একই ভবনে।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ