দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পাথর আমদানি বন্ধ থাকায় বেড়ে গেছে পণ্যটির দাম। এক সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে প্রতি মেট্রিক টন ৭০০ থেকে ৮০০ টাকা। এতে বিপাকে পড়েছেন স্থলবন্দরের আমদানিকারক ও পাথর ব্যবসায়ীরা।
হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন বলেন, ভারতের অভ্যন্তরে পার্কিং চার্জ ও ওভার লোডিং নিয়ে পাথর রপ্তানিতে সমস্যা রয়েছে। সে দেশের রপ্তানিকারক অ্যাসোসিয়েশন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে করেছেন।
হিলি স্থলবন্দরে দিয়ে পাথর আমদানিকারক আসাদুজ্জামান জানান, ভারত থেকে পাথর আমদানি বন্ধ থাকায় তাঁরা বিপাকে পড়েছেন। কারণ, দেশে চলমান উন্নয়ন প্রকল্পে তাঁরা পাথর সরবরাহ করেন। কিন্তু এক সপ্তাহ ধরে পাথর সরবরাহ করতে পারছেন না। এ কারণে আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন।
অপর আমদানিকারক মোখলেছুর রহমান জানান, ভারত থেকে পাথর আমদানি বন্ধ থাকায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। পাথরের দাম বাড়ার কারণে প্রভাব পড়েছে প্রকল্পগুলোতে।
পানামা হিলি পোর্ট জনসংযোগ কর্মকর্তা প্রতাপ মল্লিক জানান, এক সপ্তাহ ধরে ভারত থেকে ছোট পাথরে আমদানি বন্ধ রয়েছে। বন্দরে গাড়ির প্রবেশের সংখ্যা কমেছে। আমদানি বন্ধ থাকায় সরকার ও পানামা উভয়ে রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে বলে জানান তিনি।