Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

নির্বাচন অফিসে রেকর্ড আবেদন নিষ্পত্তি

জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি

নির্বাচন অফিসে রেকর্ড আবেদন নিষ্পত্তি

শরীয়তপুরের জাজিরা উপজেলা নির্বাচন অফিসে রেকর্ড সংখ্যক আবেদন নিষ্পত্তি করা হয়েছে। ২০২০ সালের সেপ্টেম্বর থেকে আইডি কার্ড সংশোধন, নতুন ভোটার, ভোটার স্থানান্তর ও আইডি কার্ড রিইস্যু সংক্রান্ত এই আবেদনগুলো নিষ্পত্তি করা হয়।

নির্বাচন কমিশনের সার্ভার পর্যালোচনা করে দেখা যায়, সবশেষ দুই মাসে শুধুমাত্র জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন আবেদন নিষ্পত্তি করা হয় ৭৭৪টি এবং নতুন এনআইডি সংশোধন আবেদন পেন্ডিং রয়েছে ৪৫৬টি।

অন্যদিকে ২০২০ সালের সেপ্টেম্বর থেকে ৩ হাজার ৩৮৯টি এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তি করা হয় এবং রিজেক্ট করা হয় ৭৫টির সংশোধন আবেদন। আর ২০২০ সালের অক্টোবর মাস থেকে ভোটার স্থানান্তর আবেদন নিষ্পত্তি করা হয় ৪ হাজার ৭০২ টি।

এ ছাড়া জীবিত ব্যক্তিকে ভুলবশত নির্বাচন কমিশনের সার্ভারে মৃত দেখানো হচ্ছিল। গত এক মাসে এই রকম স্ট্যাটাস পরিবর্তন আবেদন নিষ্পত্তি করা হয় ২৪টি।

সবশেষ গত দেড় বছরে ২ হাজার ৪৭০টি এনআইডি কার্ড রিইস্যু আবেদন নিষ্পত্তি করা হয়। আর সার্ভারের কার্যক্রম শুরু হওয়ার পর থেকে এই পর্যন্ত এনআইডি কার্ড রিইস্যু আবেদন নিষ্পত্তি করা হয় ৪ হাজার ৮৮৯ টি।

এ ছাড়া গত দেড় বছরে নতুন ভোটার করা হয় ১ হাজার ৭৮৯ জনকে, যারা প্রবাসে থাকায় এবং বিভিন্ন কারণে ভোটার হতে পারেননি, তাঁদের অনেকেই ভোটার হয়েছেন এই দফায়।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জুর হোসেন খান জানান, তিনি ২০১৭ সালের নভেম্বর মাসে উপজেলায় নির্বাচন কর্মকর্তা হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। এরপর থেকে নিয়মিত তিনি আবেদনগুলো পর্যালোচনা করে নিষ্পত্তি করার চেষ্টা করেন।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ