সিরাজগঞ্জে যমুনা নদীর পানি কমতে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় (গত শুক্রবার বেলা ৩টা থেকে গতকাল শনিবার বেলা ৩টা পর্যন্ত) সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ হার্ড পয়েন্ট এলাকায় পানি ৫ সেন্টিমিটার কমে বিপৎসীমার ১৪৮ সেন্টিমিটার নিচে ও কাজীপুর পয়েন্টে ৭ সেন্টিমিটার কমে বিপৎসীমার ১৪৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক হাসানুর রহমান।
২৩ জুলাই থেকে তৃতীয় দফায় বাড়তে শুরু করে যমুনা নদীর পানি। সাত দিনে যমুনা নদীর পানি সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ হার্ড পয়েন্টে এলাকায় ১০০ সেন্টিমিটার ও কাজীপুর মেঘাই ঘাট পয়েন্টে ৯৯ সেন্টিমিটার বাড়ে। পানি বাড়ার কারণে কাজীপুরে হাড্ডি খোলা বাঁধের ১০০ মিটার নদীতে বিলীন হয়ে যায়। একই সঙ্গে এনায়েতপুরে জালালপুরে ২৫টি ঘরবাড়ি ফসলি জমি, গাছপালা নদীগর্ভে বিলীন হয়ে যায়। গত শুক্রবার সকাল থেকে যমুনা নদীর পানি কমতে শুরু করে।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী জাকির হোসেন খান বলেন, টানা এক সপ্তাহ পানি বাড়ার পর গত শুক্রবার সকাল থেকে পানি কমতে শুরু করেছে। এর আগে গত জুন মাসের শুরু থেকে প্রথম দফায় যমুনায় পানি বাড়তে থাকে। এরপর পানি উন্নয়ন বোর্ড থেকে জেলায় বন্যার সতর্কবার্তা জারি করা হয়। গত ১৮ জুন সিরাজগঞ্জ ও কাজীপুর পয়েন্টে যমুনা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে।