শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়ে গতকাল ধানমন্ডির রবীন্দ্রসরোবরে এক হয়েছিলেন দেশের সংগীতশিল্পীরা। সেখান থেকে ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান দিতে দিতে কেন্দ্রীয় শহীদ মিনারে যান তাঁরা। পূর্বঘোষণা অনুযায়ী, বেলা ৩টার আগে থেকেই এই কর্মসূচিতে জড়ো হতে শুরু করেছিলেন সংগীতশিল্পীরা। জ্যামাইকান রেগে শিল্পী বব মার্লের গানের সঙ্গে মিল রেখে শিল্পীরা তাঁদের এ কর্মসূচির নাম দিয়েছেন ‘গেটআপ স্ট্যান্ডআপ’।
প্রতিবাদ জানাতে হাজির হয়েছিলেন মাইলস, ওয়ারফেজ, মাকসুদ অ্যান্ড ঢাকা, সোলস, শিরোনামহীন, আর্কসহ দেশের জনপ্রিয় ব্যান্ডগুলোর সদস্যরা। এ ছাড়া ছিলেন সংগীতশিল্পী আসিফ আকবর, অর্ণব, প্রবর রিপন, প্রিন্স মাহমুদ, গীতিকার লতিফুল ইসলাম শিবলীসহ অনেকে। শিল্পীদের সঙ্গে অন্যান্য সাংস্কৃতিক মাধ্যমের ব্যক্তিরাও যোগ দেন।
এ সময় তাঁদের হাতে শোভা পাচ্ছিল বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড। কোনোটাতে লেখা ছিল ‘তোমাদের কথা রবে, সাধারণ মানুষের ভিড়ে’, ‘তোমাদের এই ঋণ কোনো দিন শোধ হবে না’। কোনোটাতে লেখা, ‘বেঁচে থাকার উৎসাহে তোমার রাইফেল বিনীত হোক’। কিছু প্ল্যাকার্ডে শোভা পেয়েছে প্রতিবাদী গানের কথা।
মাইলস ব্যান্ডের প্রধান হামিন আহমেদ বলেন, ‘ছাত্রদের যে আন্দোলন চলছে, তার সঙ্গে আমরা একমত। পরিষ্কারভাবে বলতে চাই, আর একটা গুলি যেন না চলে, একটা জীবনও যেন না যায়। যাদেরকে ধরপাকড় করা হয়েছে, অবিলম্বে যেন তাদের মুক্তি দেওয়া হয়। যে জীবনগুলো গেছে, তার যেন নিরপেক্ষভাবে সুষ্ঠু তদন্ত হয়। মানুষের কথা বলার অধিকার আমরা ফেরত চাই।’
আর্ক ব্যান্ডের হাসান বলেন, ‘আজকে স্বাধীনতার ক্রান্তিলগ্নে মৌলিক অধিকার আদায়ের জন্য ছাত্র আন্দোলন চলছে। ছাত্রদের এই আন্দোলনকে আমরা স্বাগত জানাই। যে মায়ের ছেলে ফিরে আসেনি, মাগো মাগো বলে ফিরে ডাকেনি; সেই মায়ের যে কত যন্ত্রণা, কেউ দিতে পারবে কি সান্ত্বনা? আর কত মৃত্যু কত হাহাকার? আর কোনো মায়ের বুক যেন খালি না হয়। যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের মুক্তি দেওয়া হোক। আমাদের এক শিল্পীকেও গ্রেপ্তার করা হয়েছে। এটা শুধু বাক্স্বাধীনতা হরণ করা নয়, শিল্পীদের অধিকার হরণ করা।
এমন একটা বাংলাদেশ চাই, যেখানে সমস্ত অন্যায় ও জুলুমের বিচার হবে। নাগরিক অধিকার অক্ষুণ্ন থাকবে।’
সংগীতশিল্পী অর্ণব বলেন, ‘আমরা ছাত্রদের পাশে থাকতে চাই। ওদের যেসব দাবি আছে, সেগুলো যেন পূরণ হয়—এটাই আমাদের চাওয়া। এর জন্য আমাদের যদি কিছু করতে হয়, আমরা করব। গ্রেপ্তার করা ছাত্রদের মুক্তি দেওয়া হোক। আমাদের এক কলিগ র্যাপার হান্নানকেও ধরে নেওয়া হয়েছে। আমরা তার নিঃশর্ত মুক্তি চাই। আমরা শিল্পী; গান, ছবি আমাদের প্রতিবাদের ভাষা। সেটাই যদি করতে না দেওয়া হয়, তাহলে খুব বিপদ।’
ক্রিপটিক ফেইট ব্যান্ডের সাকিব চৌধুরী বলেন, ‘আমাদের রাষ্ট্র বন্দুকের গুলি দিয়ে আমাদের ছাত্র ও জনতাদের মারছে। ১৯৫২, ৬৯ ও ৭১ সালে পাকিস্তানিরা আমাদের সঙ্গে এমন করেছিল। এখন আমাদের দেশের পুলিশ, আর্মিরা আমাদের ছেলেদের ওপর গুলি করছে। ছাত্ররা দেশের শত্রু না। তারা দেশের ভবিষ্যৎ। ছাত্ররা যে ৯ দাবি দিয়েছে প্রথম দিন থেকে, আমরা তাদের সঙ্গে আছি, সামনেও থাকব।’
বেলা সাড়ে ৩টার দিকে রবীন্দ্রসরোবর থেকে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দিতে দিতে কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে রওনা দেন শিল্পীরা। সেখানে গিয়ে ছাত্রদের সঙ্গে এক হয়ে বিক্ষোভ করেন তাঁরা।