পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে হেরোইন ও ইয়াবা বড়িসহ মিলন হোসেন নামের এক যুবককে গ্রেপ্তার করেছে ঠাকুরগাঁও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গত বুধবার উপজেলার ভোমরাদহ ইউনিয়নের গাজীপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে মিলনকে গ্রেপ্তার করা হয়।
ঠাকুরগাঁও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ফরহাদ আকন্দ জানান, মাদক ব্যবসায়ী মিলনের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তাঁর কাছ থেকে ১০০টি ইয়াবা বড়ি, ১০ গ্রাম হেরোইন ও হেরোইন মাপার যন্ত্র এবং মাদক বিক্রির নগদ ১৭ হাজার ৯৫০ টাকা জব্দ করা হয়।