Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

বানিয়াচংয়ে শীতকালীন সবজিতে কৃষকের হাসি

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি

বানিয়াচংয়ে শীতকালীন সবজিতে কৃষকের হাসি

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় বিভিন্ন ধরনের শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন স্থানীয় কৃষকেরা। অধিকাংশ কৃষকের জমি এখন লাল-সবুজের রূপ ধারণ করেছে। আগাম জাতের সবজি বিক্রি করতে পেরে খুশি কৃষক।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার মাঠজুড়ে এখন শোভা পাচ্ছে টমেটো, শিম, ফুলকপি, বাঁধাকপি, লাউ, লালশাক, পালং শাকসহ অনেক রকমের সবজি। এই সবজি বানিয়াচংয়ের চাহিদা মেটানোর পাশাপাশি পাশের উপজেলাগুলোতেও বিক্রি হচ্ছে। এতে ভালো মুনাফা অর্জন করছেন বানিয়াচংয়ের কৃষকেরা। কিছু কৃষক আগাম জাতের সবজি রোপণ করায় বাজারে অধিক মূল্যে বিক্রির সুযোগ পাচ্ছেন।

স্থানীয় কৃষক জাহের মিয়া (৪৫) জানান, শীতকালীন সবজি তুলনামূলকভাবে কম সময়ে বাজারে তোলা যায়। এ সময়ে সবজির দামও ভালো পাওয়া যায়। পাশাপাশি পরিবারের সবজির চাহিদা মেটানো সম্ভব হয়। এ ছাড়া সবজি চাষের জন্য খুব বেশি জমির প্রয়োজন হয় না। মূলধনও তুলনামূলকভাবে কম লাগে। তবে পরিশ্রমটা একটু বেশি করতে হয়।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা এনামুল হক বলেন, ‘উপজেলায় কৃষির ফলন বাড়াতে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। মাঠপর্যায়ের কৃষি কর্মকর্তারা কৃষকদের নিয়মিত পরামর্শ দিচ্ছেন।’ ২০২০-২১ অর্থবছরে বানিয়াচংয়ে মোট ১ হাজার ৩৫০ হেক্টর জমিতে সবজি চাষা করা হয়েছে বলেও জানান তিনি।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ