হোম > ছাপা সংস্করণ

অলিম্পিকের করোনা জয়, জ্যাকবসের উত্থান

সাহিদ রহমান অরিন

প্রধানের পদে নারী

অলিম্পিক শুরুর সাড়ে ৪ মাস আগে নারীবিদ্বেষী মন্তব্য করে বিতর্কের জন্ম দেন টোকিও অলিম্পিকের প্রধান ইয়োশিরো মোরি। যদিও পরে ক্ষমা চেয়েছিলেন, তাতেও রক্ষা হয়নি। তোপের মুখে পড়ে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন তিনি। অল্প সময়ের মধ্যে প্রস্তুতি ঠিক রেখে সুষ্ঠু অলিম্পিক আয়োজন করার জন্য বাছাই প্যানেল বেশ কয়েকটি রুদ্ধদ্বার বৈঠক করে। শেষ পর্যন্ত নেতৃত্বের পদে একজন নারীকেই বাছাই করে নেওয়া হয়। প্রধান করা হয় সেইকো হাশিমোকে।

ফের যুক্তরাষ্ট্রের শ্রেষ্ঠত্ব

অলিম্পিক মানেই যুক্তরাষ্ট্রের একচ্ছত্র আধিপত্য। টোকিওতেও এর ব্যতিক্রম হয়নি। ১১৩টি পদক নিয়ে শীর্ষে থেকেই অলিম্পিক অভিযান শেষ করেছে মার্কিন মুলুকের ক্রীড়াবিদেরা। সোনা জয়েও সবার ওপরে ছিল যুক্তরাষ্ট্র। তাদের অ্যাথলেটরা এই পদকে কামড় বসিয়েছে ৩৯ বার। ৮৮টি পদক নিয়ে দ্বিতীয় হয়েছে চীন। ৫৮টি পদক জয়ের সুবাদে তৃতীয় হয়েছে স্বাগতিক জাপান।

নিষিদ্ধ উত্তর কোরিয়া

করোনার ভয়াবহতার মধ্যে টোকিও অলিম্পিকে দল না পাঠানো একমাত্র দেশ উত্তর কোরিয়া। ক্রীড়া মহাযজ্ঞে অংশ না নিলে সেটির ফল কী হতে পারে, সে ব্যাপারে কিম জং উনের দেশকে আগেই সতর্ক করা হয়েছিল। তবু টনক না নড়ায় গত সেপ্টেম্বরে উত্তর কোরিয়াকে ২০২২ সালের শেষ পর্যন্ত নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)।

দ্রুততম মানব জ্যাকবস

টোকিও অলিম্পিক পেয়েছে উসাইন বোল্টের প্রিয় ইভেন্ট ১০০ মিটার স্প্রিন্টের নতুন রাজা। তিনি ইতালির লেমন্ত মার্সেল জ্যাকবস। বোল্টের মতো বজ্রবিদ্যুৎ হতে পারলেও ৯.৮০ সেকেন্ড সময় নিয়ে চার বছরের জন্য বিশ্বের দ্রুততম মানব বনে গেছেন জ্যাকবস।

অবসাদে বাইলসের পতন

মানসিক অবসরে ভুগতে থাকায় অলিম্পিকের মাঝপথে আচমকা সরে দাঁড়ান সিমোনা বাইলস। রিও অলিম্পিকে চারটি সোনা জেতা যুক্তরাষ্ট্রের এই তারকা জিমন্যাস্টকে পরে বুঝিয়ে-সুঝিয়ে ফেরানো হলেও প্রত্যাশা পূরণ করতে পারেননি। বাইলসের অবসাদের আসল কারণ জানা যায় অলিম্পিক শেষে। দলের চিকিৎসক ল্যারি ন্যাসারের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ আনেন তিনি।

অ্যাথলেটের আশ্রয় প্রার্থনা

দলের আদেশ মানতে অস্বীকৃতি জানিয়েছিলেন বেলারুশের অ্যাথলেট ক্রিস্টিনা সিমানোসকায়া। পরিণতিতে তাঁকে টোকিও থেকে দেশে ফেরার নির্দেশ দেয় বেলারুশের অলিম্পিক কমিটি। কিন্তু ক্রিষ্টিনা দেশে ফিরতে অস্বীকৃতি জানান। জাপানের পুলিশ সদস্যদের কঠোর নিরাপত্তায় হোটেল রাত্রিযাপনের পর এই অলিম্পিয়ানকে মানবিক কারণে আশ্রয় দেয় পোল্যান্ড সরকার।

শরণার্থীর সোনা জয়

ইথিওপিয়া থেকে নেদারল্যান্ডসে পা রেখেছিলেন শরণার্থী হিসেবে। স্বস্তির জীবনযাপনের জন্য লেখাপড়া শুরু করেছিলেন নার্সিংয়ে। কিন্তু জীবন তাঁকে টেনে নিয়েছে অ্যাথলেটিকস ট্র্যাকে। বিচিত্র অভিজ্ঞতার মধ্য দিয়ে চলা সিফান হাসানই মেয়েদের ৫ হাজার মিটার দৌড়ে সোনার পদক জিতে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন।

উপমহাদেশে ভারতই উজ্জ্বল

আমাদের উপমহাদেশ তথা দক্ষিণ এশিয়ার দেশগুলো এবারের অলিম্পিকেও ভালো করতে পারেনি। যা একটু আলো ছড়িয়েছে ভারত। বাংলাদেশের প্রতিবেশী দেশটি জিতেছে একটি সোনাসহ সাতটি পদক। বর্ষা নিক্ষেপে সোনা জিতে ভারতের ১০০ বছরের আক্ষেপ ঘোচান নীরাজ চোপড়া।

বাংলাদেশের হতাশা

পদক জয় নয়, অংশগ্রহণই বড় কথা — বারবার যে মন্ত্র নিয়ে অলিম্পিক খেলতে যায় বাংলাদেশ, এবারও সেটিই করেছে। বাংলাদেশ থেকে এবার অলিম্পিক খেলতে গিয়েছিলেন ছয়জন। দুই সাঁতারু আরিফুল ইসলাম ও জুনাইনা আহমেদ, দুই আর্চার রোমান সানা ও দিয়া সিদ্দিকী, শ্যুটার আবদুল্লাহ হেল বাকি ও দৌড়বিদ জহির রায়হান। তাঁরা সবাই দেশবাসীকে হতাশ করেছেন।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন