হোম > ছাপা সংস্করণ

নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

বরিশাল প্রতিনিধি

নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভ, মানববন্ধন ও গাড়ি চলাচল নিয়ন্ত্রণ কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় বিএম কলেজের শহীদ মিনার গেটে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই মানববন্ধন করা হয়।

বিএম কলেজ শিক্ষার্থী মহিউদ্দিনের সভাপতিত্বে ও ইসলামিক স্টাডিজের শিক্ষার্থী ইব্রাহিম খানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন বিএম কলেজের গণিত বিভাগের শিক্ষার্থী মিরাজ, মাসুদুর রহমান, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের মো. নাজমুল ইসলাম, পারভেজ, রিয়াজ, রেদোয়ান প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, আর কত মায়ের কোল এভাবে খালি হবে, আর কত রক্ত ঝরলে নিরাপদ সড়ক পাওয়া যাবে। এখানে আসি পড়াশোনা করতে কিন্তু নিরাপদে যাতায়াত করতে পারি না। যখন কলেজ থেকে বাড়িতে ফিরি তখন আমাদের জীবনটা পকেটে করে বের হই।

শিক্ষার্থীরা আরও বলেন, গত কয়েক দিন আগে আমাদের ভাইয়ের প্রাণ গেছে, এখন পর্যন্ত সেই গাড়ি জব্দ ও চালককে প্রশাসন আটক করে নাই। বরং প্রশাসন নিশ্চুপ হয়ে রয়েছে। এ সময় শিক্ষার্থীরা কলেজ প্রশাসনকেও দায়ী করে সহপাঠীর মৃত্যুর বিচার দাবি জানান। মানববন্ধনের শুরুতে বিএম কলেজের ভেতরের সড়কে বিক্ষোভ মিছিল করেন সাধারণ শিক্ষার্থীরা। শেষে কলেজের অধ্যক্ষের কাছে স্মারক লিপি দেওয়া হয়।

উল্লেখ্য, গত ১৬ মার্চ বিএম কলেজ কেন্দ্র থেকে পরীক্ষা দিয়ে বের হওয়ার সময় গাড়ির ধাক্কায় আহত হয়ে মারা যান সরকারি সৈযদ হাতেম আলী কলেজছাত্র মো. নাদিম।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ