গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
মুন্সিগঞ্জের গজারিয়ায় ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতামূলক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় মুক্তিযুদ্ধ কমপ্লেক্সে এর আয়োজন করে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২১ উপলক্ষে এ আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউল ইসলাম চৌধুরী এতে সভাপতিত্ব করেন।
গজারিয়া উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের একটি দল স্টেশন অফিসার রিফাত মল্লিক ও স্টেশন লিডার সাইদুল রহমানের নেতৃত্বে মহড়ায় অংশ নেন।