Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

দুই দশকের সংসারে মোশাররফ-জুঁই

বিনোদন প্রতিবেদক, ঢাকা

দুই দশকের সংসারে মোশাররফ-জুঁই

ঢাকায় মোশাররফ করিম যখন জীবিকার সন্ধান করছিলেন, তখন কাজ জোটে শিক্ষকতার। একটি কোচিং সেন্টারে পড়ানো শুরু করেন। পাশাপাশি চলে থিয়েটারচর্চা। মোশাররফ যেখানে পড়াতেন, সেখানকার শিক্ষার্থী ছিলেন রোবেনা রেজা জুঁই। পড়তে পড়তে এবং পড়াতে পড়াতে কখন যে মন দেওয়া-নেওয়াটাও হয়ে গেল দুজনের, টের পেলেন বেশ কিছুদিন পর।

২০০০ সালের ৩ আগস্ট সিদ্ধান্ত নিলেন বাকি জীবনের পথটা একসঙ্গে চলার। ২০০৪ সালের ৭ অক্টোবর বিয়ে করলেন। অল্প অল্প করে সাজিয়ে তুললেন নিজেদের স্বপ্নের সংসার। সেই হিসাবে আজ সংসারজীবনের ২০ বছরে পা দিলেন মোশাররফ করিম ও রোবেনা রেজা জুঁই দম্পতি। 

মোশাররফ করিম যখন অভিনয়ে নিজেকে প্রমাণ করছেন, জুঁই তখন শক্ত হাতে সংসার সামলাচ্ছেন। মোশাররফ যখন পর্দার পরিচিত মুখ, জুঁইও আসলেন অভিনয়ে। প্রমাণ করলেন নিজেকে। দেশের অভিনয়জগতে আজ তাঁরা দুজনেই পরিচিত মুখ। 

মোশাররফ করিম বলেন, ‘১৯টি বছর সুখে-দুঃখে একসঙ্গে পার করেছি আমরা। তবে কতটা সুখে, কতটা দুঃখে অতিবাহিত করেছি, সেই হিসাব-নিকাশ কখনো করিনি। আলহামদুলিল্লাহ, সব মিলিয়ে আমরা ভালো আছি, সুখে আছি—এটাই সবচেয়ে বড় কথা।’ 

জুঁই বলেন, ‘সবার কাছে আমাদের জন্য, আমাদের একমাত্র সন্তানের জন্য দোয়া চাই, যেন ভবিষ্যতেও ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। আর দর্শকদের ভালো গল্পের ভালো নাটক উপহার দিতে পারি।’ 

দুই বাংলাতেই অভিনয়ে ব্যস্ত সময় পার করছেন মোশাররফ করিম। দেশে মুক্তির অপেক্ষায় আছে তাঁর অভিনীত ‘বিলডাকিনি’ সিনেমা। ফজলুল কবীর তুহিন পরিচালিত এই সিনেমায় মোশাররফের সঙ্গে জুটি বেঁধেছেন পার্ণো মিত্র। অন্যদিকে পশ্চিমবঙ্গে মুক্তি পাবে ‘হুব্বা’। বানিয়েছেন ব্রাত্য বসু।

এতে পশ্চিমবঙ্গের হুগলির শীর্ষ সন্ত্রাসী হুব্বা শ্যামলের চরিত্রে দেখা যাবে মোশাররফ করিমকে। এ ছাড়া ওটিটি এবং নাটকেও নিয়মিত অভিনয় করছেন এই অভিনেতা। অন্যদিকে, নাটকে নিয়মিত কাজ করছেন জুঁই। সম্প্রতি তাঁর অভিনীত ‘কপালের লিখন’ ও ‘বড় বোন’ নাটক দুটি প্রশংসিত হয়েছে।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ