নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল সোমবার নীলফামারী হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলামের সভাপতিত্বে জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত আলোচনা সভার শুরুতে শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
বক্তব্য দেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, নীলফামারী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা কান্তি ভুষণ কুন্ডু, বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম প্রমুখ।
এর আগে বিশাল আকৃতির জাতীয় পতাকা নিয়ে বিজয় শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।