ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও সদরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে গতকাল মঙ্গলবার অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তরের পঞ্চগড় কার্যালয়। দুপুর ১২টা থেকে বেলা ৩টি পর্যন্ত কয়েকটি গ্রামে এই অভিযান চালানো হয়।
এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনটি ইটভাটা বন্ধ করে দেওয়ার পাশাপাশি ৬ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ঠাকুরগাঁও জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুল ইসলাম এই আদালত পরিচালনা করেন।
অভিযানে পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ে দায়িত্বে থাকা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ইউসুফ আলীসহ পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।
পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, বিভিন্ন উপজেলায় অবৈধভাবে ইটভাটা পরিচালনার তথ্য পাওয়া গেছে। পর্যায়ক্রমে এসব ভাটায় অভিযান চালানো হচ্ছে। গতকাল সদর উপজেলার কান্দারপাড়া ও দক্ষিণ বঠিনা এলাকায় তিনটি ভাটায় জরিমানা আদায় করার পাশাপাশি ভাটার আগুন নিভিয়ে দেওয়া হয়।
ভাটাগুলোর মধ্যে কান্দরপাড়ার এসআইটি ব্রিকসের মালিক জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেলকে ২ লাখ এবং দক্ষিণ বঠিনার সুপ্রিয় ব্রিকসের মালিক জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক বাবলুর রহমানকে ১ লাখ ৫০ হাজার ও এসকে ব্রিকসের মালিক রাম বাবুকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।
সহকারী পরিচালক ইউসুফ আলী বলেন, জেলা প্রশাসকের লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই ভাটাগুলো অবৈধভাবে কার্যক্রম চালাচ্ছিল। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে অর্থদণ্ডসহ ভাটার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।