মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দেশি-বিদেশি ব্র্যান্ডের ইলেকট্রনিকস কোম্পানিগুলো পণ্যের পসরা সাজিয়েছে। বিশেষ করে ওয়ালটন, মিনিস্টার, ভিশন, এলজি ও স্যামসাং ক্রেতাদের আকর্ষণ করতে প্রায় সব পণ্যের ওপর ছাড় দিচ্ছে। এ ছাড়া বিনা খরচে ডেলিভারি এবং সঙ্গে কিছু উপহারের প্রস্তাবও করছে এসব কোম্পানি। আবার মূল্য পরিশোধে রয়েছে ক্যাশব্যাক অফার।
এ কারণে মেলায় ক্রেতা-দর্শনার্থীদের ইলেকট্রনিকস পণ্যের প্রতি বাড়তি আগ্রহ লক্ষ্য করা গেছে। পণ্যের দাম, মান ও ব্র্যান্ড নির্বাচন সাপেক্ষে তাঁরা পছন্দের পণ্য কিনতে বিভিন্ন স্টল ঘুরে দেখছেন। মেলায় বিভিন্ন প্যাভিলিয়ন ও স্টলে দর্শনার্থীদের টিভি, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, ব্লেন্ডার, রাইস কুকার, মাইক্রোওভেন, এয়ার কুলার, ইলেকট্রিক আয়রন, রুম হিটার, ফ্যান প্রভৃতি পণ্যের প্রতি বিশেষ ঝোঁক লক্ষ্য করা গেছে।
মেলায় আসা মুরাদ নামের এক ক্রেতা জানান, মেলায় সব ইলেকট্রনিকস পণ্যের প্যাভিলিয়নে দর্শনার্থীর উপস্থিতি বেশি ছিল। ভিশন ও মিনিস্টারসহ কয়েকটা ব্র্যান্ডের ফ্রিজ যাচাই করে ওয়ালটনের ফ্রিজ পছন্দ করেছেন তিনি। একটা ফ্রিজ ২৮ হাজার ৫০০ টাকায় কিনে প্রায় সাড়ে ৩ হাজার টাকা ছাড় পেয়েছেন।
ভিশনের বিক্রয়কর্মী নয়ন বলেন, ‘আমাদের সর্বনিম্ন ১০ হাজার টাকার পণ্য কিনলে সারা দেশে ফ্রি হোম ডেলিভারি দেওয়া হচ্ছে।’