সেনবাগ ( নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীর সেনবাগ উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত ও সাধারণ আসনের নির্বাচিত ৬০ জন সদস্য শপথ গ্রহণ করেছেন। গতকাল সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে শপথ পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম মজুমদার।
শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাজমিন আলম তুলি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কবির, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম সুলতানা, ইউপি চেয়ারম্যান আবদুর রহমান, ইউপি চেয়ারম্যান শওকত হোসেন কানন, ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন ভূঞা, জেলা পরিষদের সদস্য রেজিয়া বকুল, সাবেক ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রমুখ।
উপজেলার নয় ইউপির মধ্যে গত ২৮ নভেম্বর ১ নম্বর ছাতারপাইয়া, ৩ নম্বর ডমুরুয়া, ৪ নম্বর কাদরা, ৬ নম্বর কাবিলপুর এবং ৮ নম্বর বীজবাগ ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। এর আগে চেয়ারম্যানদের শপথ পাঠ করান জেলা প্রশাসক।