চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
পিতা-মাতার পর শিক্ষকই একজন শিক্ষার্থীর কাছে দ্বিতীয় মর্যাদাপূর্ণ ব্যক্তি। একজন শিক্ষার্থীর জীবনে শিক্ষকের বিশেষ ভূমিকা রয়েছে। এ কথা মনে করে ৩৫ বছর পর নিজের প্রিয় শিক্ষকের খোঁজ নিলেন কক্সবাজারের চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী।
গত রোববার শিক্ষক কান্তি বিশ্বাসের পা ছুঁয়ে সালাম করার তিনটি ছবি নিজের ফেসবুকে পোস্ট করেন মেয়র আলমগীর। ছবিটি মুহূর্তেই ভাইরাল হয়। তুষার কান্তি বিশ্বাস চকরিয়া কেন্দ্রীয় উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। মেয়র আলমগীরও একই বিদ্যালয়ের ছাত্র ছিলেন।