Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

পাথরাজ নদী যেন ভাগাড়

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি

পাথরাজ নদী যেন ভাগাড়

পঞ্চগড়ের বোদা উপজেলার পাথরাজ নদী যেন ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। নদীর দুই তীরে গড়ে ওঠা বসতির ময়লায় দূষণ বেড়ে চলেছে। এ ছাড়া দখলদারদের কারণে সংকুচিত হয়ে যাচ্ছে নদীটি।

স্থানীয়রা জানান, নদীর পাশ দিয়ে এখন আর মানুষ হাঁটা-চলা করতে পারে না। আধা কিলোমিটার দূর থেকে ভেসে আসে মরা ও পচার দুর্গন্ধ। ১০ বছর আগের নদীটিতে ছিল পুরো যৌবন। সম্প্রতি ময়লা আবর্জনা ফেলা ও নাব্যতা সংকটের কারণে অনেক স্থানে চর জেগেছে। বছর দুয়েক আগে নামমাত্র খনন কাজ করা হলেও নদীর দুধারে খনন করা বালু রাখায় ওই বালু আবার নদী গর্ভে চলে যাচ্ছে।

সচেতন মহল মনে করে, নদীর হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে হলে দুই তীরে সতর্কতা জোরদার করতে হবে, সচেতনতা বৃদ্ধি করতে হবে। মানুষের চলাচলের জন্য যে ওয়ার্ক ওয়ে নির্মাণ করা হয়েছে তা দখলমুক্ত করতে হবে।

পরিবেশবাদী সংগঠন বিডি ক্লিনের সহসভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তফা বলেন, ‘বর্তমানে নদীটির পাশ দিয়ে চলা কঠিন হয়ে পড়েছে। এ রকম একটি সুনাম ধন্য নদীর এই অবস্থা হলে ছোট নদীগুলোর অবস্থা কী হবে? আমরা চাই সরকার দ্রুত এটি দূষণ ও দখলমুক্ত করুক।’

বোদা সরকারি মডেল পাইলট স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক জামিউল হক বলেন, ‘আমরা চাই যে উদ্দেশ্য নিয়ে সরকার ওয়ার্ক ওয়ে নির্মাণ করেছে তা মানুষের চলাচলের উপযোগী করা হোক। নদীটি দূষণমুক্ত করা হোক।’

সফিউল ইসলাম টুটুল নামের এক ব্যক্তি বলেন, ‘একদিকে নদীর নাব্যতা সংকট, অন্যদিকে যেটুকু পানি সেটুকুও আবার দূষণ।’

বোদা পৌর মেয়র মো. ওয়াহিদুজ্জামান সুজা জানান, নদীতে যাতে কেউ ময়লা আবর্জনা না ফেলে এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বোদা উপজেলা পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মো. নকিবুজ্জামান খান (অতিরিক্ত দায়িত্ব) বলেন, ‘এখানে আমি অতিরিক্ত দায়িত্বে আছি। বর্তমানে বোদায় নেই এরপরেও দখল ও দূষণের বিষয়ে খোঁজ নিব। সত্যতা থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নিব।’

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ