সিলেট সংবাদদাতা
লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থীদের করোনা টিকার দ্বিতীয় ডোজ (ফাইজার) প্রদান কার্যক্রম শুরু হয়েছে। গত সোমবার সকালে এ কার্যক্রম শুরু হয়।
ইতিমধ্যে যেসব শিক্ষার্থী রেজিস্ট্রেশনের মাধ্যমে টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন তাঁরাই দ্বিতীয় ডোজ পাবেন বলে জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
লিডিং ইউনিভার্সিটির পাবলিক হেলথ ডিপার্টমেন্টের উদ্যোগে টিকা প্রদান কার্যক্রম পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী আজিজুল মাওলা। এ সময় তিনি টিকা গ্রহণকারী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।