কুড়িগ্রামে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদ্যাপন করা হয়েছে। জেলা আওয়ামী লীগের উদ্যোগে দিবসটি উপলক্ষে গতকাল সোমবার দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়া, দোয়া মাহফিল, শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি চাষি এম. এ করিম। বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, সহসভাপতি সাঈদ হাসান লোবান, যুগ্ম সম্পাদক ওবায়দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, মোস্তাফিজার রহমান সাজু, আওয়ামী লীগ নেত্রী শাহানাজ বেগম নাজু প্রমুখ।
বক্তারা বাংলাদেশ সৃষ্টিতে জাতির জনক বঙ্গবন্ধুর অবদানের বিশেষ দিক উল্লেখ করেন। সেই সঙ্গে দলীয় নেতা কর্মীদের ঐক্যবদ্ধ থেকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে আহ্বান জানান।