অন্তর্বর্তীকালীন সরকারের আহ্বানে সাড়া দিয়ে পূর্বঘোষিত গণপদত্যাগ ও গণছুটি কর্মসূচি প্রত্যাহার করেছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা। আজ বুধবার থেকে এই কর্মসূচি পালনের কথা ছিল তাঁদের। এতে বিদ্যুৎ সরবরাহ বন্ধের শঙ্কা তৈরি হয়েছিল।
গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আরইবি-পবিস একীভূতকরণসহ অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন এবং সব চুক্তিভিত্তিক এবং অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করতে দুই দফা দাবি আদায়ের লক্ষ্যে ৭২ ঘণ্টার আলটিমেটাম দেওয়া চলমান আছে।
দেশের বর্তমান প্রেক্ষাপটে বন্যাদুর্গত মানুষের কথা বিবেচনা, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের বৈষম্যমুক্ত দেশ গড়ার প্রত্যয়, ছাত্র সমন্বয়ক এবং দেশের সুশীল সমাজের আহ্বান এবং সর্বোপরি আপামর জনসাধারণের অনুরোধের পরিপ্রেক্ষিতে পূর্বঘোষিত গণপদত্যাগ ও গণছুটি কর্মসূচি প্রত্যাহার করা হলো।
এতে আরও বলা হয়, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নতুন চেয়ারম্যান, বিদ্যুৎ বিভাগ দায়িত্ব নিয়ে আরইবি ও পল্লী বিদ্যুৎ সমিতির রিফর্ম কার্যক্রম; সব চুক্তিভিত্তিক এবং অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করার দাবি যৌক্তিক সময়ের মধ্যে সম্পন্ন করবেন এবং অনতিবিলম্বে কার্যকরী পদক্ষেপ দৃশ্যমান হবে মর্মে প্রতিশ্রুতি দিয়েছেন।
এই অবস্থায় দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় পল্লী বিদ্যুৎ সমিতির বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কেরা আন্দোলন প্রত্যাহার করার সিদ্ধান্তে ঐকমত্য হয়েছেন। ১৪ কোটি মানুষের নিরবচ্ছিন্ন বিদ্যুৎসেবার স্বার্থে একটি আধুনিক ও টেকসই বিতরণব্যবস্থা বিনির্মাণ এবং উন্নত গ্রাহকসেবার লক্ষ্যে পল্লী বিদ্যুৎ সমিতির উল্লিখিত দুই দফা দাবি বাস্তবায়নে দেশের সব স্তরের মানুষের সহযোগিতা কামনা করা হয় বিজ্ঞপ্তিতে।