জামালগঞ্জে নয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মনির মিয়া (২৫) নামে এক যুবকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার ধর্ষণের শিকার শিশুটির বাবা জামালগঞ্জ থানা বাদী হয়ে মামলা করেন। এদিনই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহারে জানা যায়, চতুর্থ শ্রেণির শিশু শিক্ষার্থীকে গত সোমবার সন্ধ্যায় অভিযুক্ত যুবক পড়াতে যান। একপর্যায়ে শিশুটিকে একা পেয়ে তিনি ধর্ষণ করেন। পরে শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে মনির দৌড়ে পালিয়ে যান। এ ঘটনায় শিশুটির বাবা জামালগঞ্জ থানায় মামলা করেন।
এ ব্যাপারে জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. আব্দুন নাসের জানান, ধর্ষণের অভিযোগে মনির নামের এক যুবকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।