Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

সহিংসতায় মামলা, আটক ৩

ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি

সহিংসতায় মামলা, আটক ৩

ফেনীর ছাগলনাইয়ায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে একটি কেন্দ্রে সংঘাত-সংঘর্ষ ও কেন্দ্র দখলের ঘটনায় থানায় মামলা হয়েছে। তৃতীয় ধাপে গত রোববার অনুষ্ঠিত উপজেলার শুভপুর ইউপির ওই কেন্দ্রে সংঘাতের পর ভোটগ্রহণ স্থগিত করা হয়।

মামলায় ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ৩০-৪০ জনকে আসামি করা হয়েছে।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ মামলার এজাহারভুক্ত দুজন ইউপি সদস্য প্রার্থীসহ তিনজন আসামিকে আটক করার পর আদালতের নির্দেশে গত সোমবার জেল হাজতে পাঠানো হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন সদস্য প্রার্থী আবুল কালাম মাস্টার (৬০) ও সোহেল রানা (৩০) এবং বাদল (৪০)।

উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা জসিম উদ্দিন বলেন, অনিয়মের অভিযোগে উত্তর মন্দিয়া কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। ভোটকেন্দ্রে সহিংসতার ঘটনায় প্রিসাইডিং অফিসার মো. সাইফুল ইসলাম বাদী হয়ে ছাগলনাইয়া থানায় মামলা করেছেন।

প্রিসাইডিং অফিসার মো. সাইফুল ইসলাম জানান, ২৮ নভেম্বর ভোটগ্রহণ চলাকালে বেলা সাড়ে ১১টায় দুষ্কৃতকারীরা লাঠিসোঁটা, ইটপাটকেল, লোহার রড নিয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ভোট কেন্দ্র দখলের চেষ্টা করে। এ সময় তারা কেন্দ্রে ব্যাপক ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই রাউন্ড গুলি ছোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

এদিকে মামলার ভয়ে দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থক ও আত্মীয়স্বজনেরা এলাকাছাড়া।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ