কাঠালিয়া-রাজাপুর সড়কে দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকেলে আমুয়া থেকে ঝালকাঠি যাওয়ার পথে শৌলজালিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন- পাটিখালঘাটা ইউনিয়নের মরিচবুনিয়া গ্রামের পারভেজ হোসেন (১৯) ও মঠবারিয়ার মিরুখালির বাসিন্দা হাসিব (১৮)।
স্থানীয়রা জানান, আমুয়া থেকে ঝালকাঠি যাওয়ার পথে শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের সামনের সড়কে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বিদ্যুতের খুঁটি সঙ্গে ধাক্কা লাগে। এতে আরোহী দুজন গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে রাজাপুর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক আহত দুজনকেই মৃত ঘোষণা করেন।
কাঠালিয়া থানার ওসি মুরাদ আলী জানান, ঝালকাঠি যাওয়ার সময় শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের সামনের সড়কে একটি মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লাগায়। এতে দুই আরোহীর মৃত্যু হয়েছে।