হোম > ছাপা সংস্করণ

মেঘনায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, আহত ৬

তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি

ভোলার তজুমদ্দিনের মেঘনা নদীতে জালপাতা নিয়ে সংঘর্ষে ছয় জেলে আহত হয়েছেন। উপজেলা চৌমুহনী সংলগ্ন মেঘনা নদীতে গত মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে একজনকে উদ্ধার করে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি।

আহত জেলের সূত্রে জানা গেছে, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফকরুল আলম জাহাঙ্গীরের আড়তের জেলে মন্নান মাঝির ট্রলার মঙ্গলবার সন্ধ্যার দিকে চৌমুহনী সংলগ্ন নদীতে জাল পাতে। এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দারের আড়তের জেলে কালাম মাঝি এসে তাঁদের জাল তুলে নিতে বলে। তাঁরা জাল তুলতে অস্বীকৃতি জানালে কালাম মাঝির জেলেরা তাঁদের জাল কেটে দেওয়ার চেষ্টা করেন।

এ নিয়ে উভয় পক্ষের মাঝি-মাল্লাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর একপর্যায়ে জেলেদের মাঝে উত্তেজনা দেখা দেয়। এ সময় ভাইস চেয়ারম্যানের আড়তের অপর জেলে ফিরোজ মাঝি, মালেক মাঝিসহ তিন ট্রলার যোগ দেয় কালাম মাঝির সঙ্গে। চার ট্রলারের জেলেরা এ সময় প্রতিপক্ষের জেলেদের ওপর একযোগে হামলা চালান। এলোপাতাড়ি মারপিট চালিয়ে এ সময় ৬ জেলেকে আহত করা হয় বলে অভিযোগ করেন মান্নান মাঝির জেলেরা।

এ ঘটনায় মান্নান মাঝি (৪৫), নুর ইসলাম (৪২), ফিরোজ (৩২), ফজলে করিম (৩৭), জসিম (৪০) ও জিহাদ (১৫) আহত হন। এদের মধ্যে নুরুল ইসলামকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফকরুল আলম জাহাঙ্গীর জানান, ঘটনা শুনে মঙ্গলবার রাত ৮টায় পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। বিষয়টি মীমাংসার চেষ্টা করা হচ্ছে।

উপজেলা ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার এ বিষয়ে বলেন, ‘নদীতে জাল পাতা নিয়ে আমার জেলেদের সঙ্গে মারামারির সংবাদ পেয়েছি। আমার এক জেলেকেও পিটিয়ে আহত করা হয়েছে।’

তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, মারামারির সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করেছে। কোনো পক্ষই এখন পর্যন্ত অভিযোগ দেয়নি।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন