Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

ফরিদপুরে প্রতিমা তৈরির কারিগরদের ফুসরত নেই

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে প্রতিমা তৈরির কারিগরদের ফুসরত নেই

আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে ব্যস্ত সময় পার করছেন ফরিদপুরের প্রতিমা তৈরির কারিগরেরা। এখন তাঁদের দম নেওয়ার ফুসরত নেই। প্রতিদিন ১৬-১৭ ঘণ্টা কাজ করতে হচ্ছে তাঁদের। তবে পারিশ্রমিক নিয়ে সন্তুষ্ট নন কারিগরেরা। তাঁরা জানান, সব কিছুর খরচ বেড়েছে; কিন্তু তাঁদের উপার্জন বাড়েনি।

ফরিদপুর শহরের বিভিন্ন পূজামন্দির ঘুরে দেখা গেছে, বেশির ভাগ মন্দিরেই প্রতিমার মাটির কাজ অনেকটা শেষ হয়ে গেছে। অনেক স্থানে অস্থায়ীভাবে পুজোর ঘর তৈরি হয়ে গেছে। এদিকে পুজোর যে কদিন বাকি রয়েছে, সেই কদিন কারিগরদের ব্যস্ত সময় পার করতে হচ্ছে।

কারিগর সুকুমার পাল বলেন, ‘এ বছর সর্বনিম্ন ৪০ হাজার টাকায় প্রতিমা বানাচ্ছি। সবকিছুর খরচ বেড়েছে; কিন্তু আমাদের উপার্জন বাড়েনি।’ 
আরেক কারিগর বেলেশ্বরের বিশ্বজিৎ পাল বলেন, ‘এ বছর প্রতিটি প্রতিমা তৈরি করতে তিনি নিচ্ছেন ৫০ হাজার টাকা করে। এ বছর তিনি মোট আটটি প্রতিমা তৈরি করেছেন। এর মধ্যে ফরিদপুর শহরে একটি। এ ছাড়া গ্রামাঞ্চলে তাঁর প্রতিমা বেশি।’ তিনি বলেন, ‘এ বছর জিনিসপত্রের দাম বাড়ার কারণে এই টাকা 
নেওয়ার পরও তাঁর হাতে তেমন কিছু থাকবে না।’

ফরিদপুরের জেলা প্রশাসক আতুল সরকার বলেন, ‘জেলায় ৯টি উপজেলায় এবার ৮২৯টি প্রতিমায় শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এ বিষয়ে আমরা ইতিমধ্যেই প্রস্তুতিসভা সম্পন্ন করেছি এ ছাড়া আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পূজার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।’

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ