বিনোদন ডেস্ক
পবিত্র রমজান মাস উপলক্ষে বাংলাভিশনে আজ থেকে শুরু হচ্ছে হিফজুল কুরআন প্রতিযোগিতা ‘পবিত্র কুরআনের আলো’-এর ১৫তম সিজন। অনুষ্ঠানটি রমজান মাসব্যাপী প্রতিদিন বিকেল ৫টা ১০ মিনিটে প্রচার হবে। উপস্থাপনায় প্রফেসর মো. মোখতার আহমাদ। সারা দেশের হাফেজদের মধ্য থেকে প্রতিযোগিতার মধ্য দিয়ে নির্বাচিত হবেন সেরা তিন। একই চ্যানেলে আজ শুরু হচ্ছে রমজানের বিশেষ অনুষ্ঠান ‘রমজান ও আমাদের জীবন’। ড. মুহাম্মদ আব্দুর রশীদের উপস্থাপনায় অনুষ্ঠানের আলোচক হিসেবে থাকবেন বিশিষ্ট আলেমরা। প্রচারিত হবে প্রতিদিন বিকেল ৪টা ৫ মিনিটে।