১১ বছরের বেশি বলিউডে কাটিয়ে ফেললেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা। প্রশংসনীয় অভিনয় উপহার খুব একটা দিতে পারেননি। বলিউডে মুক্তির অপেক্ষায় আছে সোনাক্ষীর ‘ডাবল এক্সেল’ ও ‘কাকুদা’ সিনেমা। নানা কারণেই বরাবর আলোচনায় থাকেন শত্রুঘ্নকন্যা। এবার প্রতারণার অভিযোগ উঠেছে সোনাক্ষীর বিরুদ্ধে। জারি করা হয়েছে জামিন-অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা। জানা গেছে, দিল্লিতে এক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য ৩৭ লাখ রুপি নিয়েছিলেন তিনি। কিন্তু সেখানে যাননি। ইভেন্ট প্ল্যানার প্রমোদ শর্মা এই অভিযোগ এনেছেন। ৩৭ লাখ রুপি নিয়েও সেই অনুষ্ঠানে তিনি হাজির না হওয়ায় অভিনেত্রীর কাছ থেকে টাকা ফেরত চাওয়া হয়। টাকা ফিরিয়ে দিতে অস্বীকার করেন সোনাক্ষীর ম্যানেজার। একাধিকবার অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করেও কোনো লাভ না হওয়ায় থানায় প্রতারণার অভিযোগ করা হয়েছে। একাধিকবার তলবের পরও সোনাক্ষী হাজির না হওয়ায় আদালতের পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে জামিন-অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
এদিকে, কিছুদিন আগেই সালমান খানের সঙ্গে ‘দাবাং ট্যুর’ সেরে ভারতে ফিরেছেন সোনাক্ষী। তারপরই গুঞ্জন রটে সালমান বিয়ে করছেন সোনাক্ষীকে। হাসিমুখে আংটিবদল করছেন সালমান ও সোনাক্ষী। অবশ্য ছবি দেখেই বোঝা গেল, প্রযুক্তির কৌশলে বর-কনে সাজানো হয়েছে তাঁদের। তবু ইনস্টাগ্রামে সোনাক্ষী লিখেছেন, ‘আপনারা কি এতটাই বোকা যে আসল ও নকল ছবির পার্থক্য বুঝতে পারেন না?’
অতীতেও বিয়ে নিয়ে কথা বলে সমালোচনার মুখে পড়েন সোনাক্ষী। ইনস্টাগ্রামে এক অনুরাগী তাঁকে প্রশ্ন করেছিলেন, ‘সবাই তো বিয়ে করছে, আপনি কবে করবেন?’ তিনি লিখেছিলেন, ‘সবার তো করোনা হচ্ছে, আমি কি সেটাও বাধিয়ে বসব?’ করোনার মতো রোগের সঙ্গে বিয়ের তুলনা ভালোভাবে নেননি অনেকেই। এই মন্তব্যের জন্য কটাক্ষের মুখে পড়তে হয় সোনাক্ষীকে।