শীতে অর্কিডের চাই বিশেষ যত্ন। কারণ অর্কিড বেশি পানি সহ্য করতে পারে না। আর শীতকালে যেহেতু আবহাওয়ার পরিবর্তন হয়, তাই সঠিক যত্ন না নিলে গাছ মরে যেতে পারে।
- অর্কিডগাছে খুব বেশি পানি দেওয়া যাবে না। দিতে হবে অল্প করে। প্রতিদিন পানি দেওয়া যাবে না। বেশির ভাগ অর্কিডে সপ্তাহে এক দিন পানি দিলেই হয়। অর্কিডে পানি দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যেন ফুলের ওপর পানি না পড়ে। ফুল ভিজলে তার স্থায়িত্ব কমে যায়।
- অর্কিড রাখতে নারকেলের ছোবড়া ব্যবহার করতে পারেন। প্রচলিত ধারায় টবের মাটিতে সব ধরনের অর্কিড রাখা যাবে না।
- অল্প ছায়াযুক্ত স্থানে রাখুন। বারান্দার যে পাশে অল্প আলো পড়ে, সেখানেই ভালো থাকবে অর্কিড। কড়া রোদে অর্কিডের ক্ষতি হয়।
- ঘরের ভেতরে অর্কিড রাখতে চাইলে জানালার ধারে রাখতে পারেন। এতে সেগুলো পর্যাপ্ত আলো পাবে। কৃত্রিম আলোয় অর্কিডের ক্ষতি হয় না।
- পর্যাপ্ত বাতাস চলাচল করে এমন জায়গায় শখের অর্কিড রাখুন। এতে ভালো থাকবে গাছ।
- অর্কিডের গোড়ার দিকে ডালপালা একত্র হয়ে থাকে। এগুলো অর্কিডের শক্তি ঘর। তাই ডালপালা না কাটাই ভালো। তা ছাড়া অর্কিড শিকড় দিয়ে শ্বাসকার্য চালায়। গাছের শিকড় যেন কেটে না যায়, সেদিকে খেয়াল রাখুন।
- অর্কিডের পাতা সাদা হতে শুরু করলে বুঝবেন আলো বেশি পড়ছে। সে ক্ষেত্রে কিছুদিন গাছ অল্প আলোয় রাখুন। অর্কিডের পাতার রং কালো হয়ে গেলে বুঝতে হবে ব্যাকটেরিয়া বা ফাঙ্গাসের সংক্রমণ হয়েছে। আর পাতা যদি গাঢ় সবুজ হয়ে যায়, তাহলে বুঝতে হবে অর্কিডে আলো পড়ছে না।