আসন্ন ফুটবল বিশ্বকাপ সামনে রেখে বাংলাদেশকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে কাতারে পাচারের চেষ্টাকালে কোকেনের একটি বড় চালান জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় আটক করা হয়েছে পাচারের সঙ্গে সংশ্লিষ্ট পাঁচ মাদক কারবারিকে।
আটক ব্যক্তিরা হলেন মিন্টু কর্মকার, এজাহার মিয়া, নাজিম উদ্দিন ওরফে মুন্না, নাজিম উদ্দিন ও মোহাম্মদ মামুন। এ ঘটনায় মোহাম্মদ জাহাঙ্গীর আলম নামের একজন পলাতক রয়েছেন।
অভিযানে চক্রের সদস্যদের কাছ থেকে ২৫০ গ্রাম কোকেন, পাঁচটি মোবাইল ফোন ও একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার রাজধানীর ডেমরার গেন্ডারিয়ার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএনসির ঢাকা বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক জাফরুল্ল্যাহ কাজল এ তথ্য জানান। তিনি জানান, জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, গভীর সমুদ্রের একটি মাছ ধরার ট্রলার থেকে কোকেনের চালানটি সংগ্রহ করা হয়েছে। কাতারগামী যাত্রীদের মাধ্যমে এই কোকেন পাঠানোর পরিকল্পনা করেছিল চক্রটি।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে খিলক্ষেত থানায় মামলা হয়েছে।