Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

ভান্ডারিয়ায় বেড়েছে ডায়রিয়ার প্রকোপ

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

ভান্ডারিয়ায় বেড়েছে ডায়রিয়ার প্রকোপ

পিরোজপুরের ভান্ডারিয়ায় গরমের কারণে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। গত এক সপ্তাহে শতাধিক মানুষ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।

গত শনিবার রাতে সরেজমিন দেখা গেছে, এ দিন ১১ জন ডায়রিয়া রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। প্রতিদিনই ৭ থেকে ৮ জন ডায়রিয়া রোগী ভর্তি হচ্ছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে আরও জানা গেছে, তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যাও বাড়ছে।

হাসপাতালের জরুরি বিভাগের রেজিস্ট্রার সূত্রে জানা গেছে, গত ১০ থেকে ১২ দিন আগে কোনো ডায়রিয়ার রোগী ছিল না। এর পর পর্যায়ক্রমে দিন দিন রোগীর সংখ্যা বাড়তে শুরু করে।

ভান্ডারিয়া উপজেলার বাসিন্দা ফাহিমা বেগম বলেন, তাঁর ৩ বছরের শিশুকে দুদিন আগে হাসপাতালে ডায়রিয়া নিয়ে ভর্তি করা হয়েছে।

মিরাজ হোসনে বলেন, তার ডায়রিয়ায় আক্রান্ত হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা রেজাউল ইসলাসম বলেন, প্রতিদিনই ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাছে। এর মধ্যে অনেকে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। চৈত্রের প্রচণ্ড গরম পড়ার ফলে শিশুদের খাবার এবং পানির সমস্যার কারণে ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পেয়েছে।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ