লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় হত্যাকাণ্ডের শিকার ভ্যানচালক মানিকুল ইসলামের দেহের পর এবার মাথা উদ্ধার করেছে পুলিশ। এ ছাড়া একটি মোবাইল ফোন ও হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। গতকাল সকালে উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের দালালপাড়া থেকে এসব উদ্ধার করে পুলিশ। নিহত মানিকুল ইসলাম উপজেলার সিঙ্গিমারী গ্রামের আব্দুর ছাত্তারের ছেলে।
এর আগে গত শুক্রবার বিকেলে একই ইউনিয়নের রমনীগঞ্জ থেকে ওই ভ্যানচালকের মাথাবিহীন দেহ উদ্ধার করে পুলিশ। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশের পাশাপাশি সিআইডিও তদন্ত করছে।
জানা গেছে, কয়েক দিন আগে সিঙ্গিমারী গ্রামের আবুল কাসেমের ছেলে বাবুলের একটি ভ্যান চুরি হয়। ওই চুরি ঘটনায় মানিকুলকে সন্দেহ করেন বাবুলের পরিবারের লোকজন। এ ঘটনার পর মানিকুল নিখোঁজ হন। পরে শুক্রবার ভুট্টাখেত থেকে তাঁর মাথাবিহীন দেহ উদ্ধার করে পুলিশ।