নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আমরা নিজের পায়ে দাঁড়িয়েছি। লড়াই করে রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেছি। কেউ আমাদের স্বাধীনতা হাতে তুলে দেয়নি। তেমনি সোনার বাংলাও আমরা গড়ছি নিজেদের চেষ্টা, পরিশ্রম ও মেধা দিয়ে। কারও ওপর নির্ভরশীল না হয়ে বাংলাদেশ নিজ চেষ্টাতেই এগিয়ে যাচ্ছে।
গতকাল সাভারের শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা ও গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) চেয়ারম্যান সজীব ওয়াজেদ জয়। অনুষ্ঠানে তাঁর ধারণ করা ভিডিও বক্তব্য প্রচার করা হয়। এ সময় দেশ ও মানুষের কল্যাণে কাজ করা ৩১ তরুণ উদ্যোক্তা ও সংগঠনকে ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়। পুরস্কার তুলে দেন বঙ্গবন্ধুর দৌহিত্র ও সিআরআইয়ের ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক।
গত ২৫ সেপ্টেম্বর থেকে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের জন্য আবেদন আহ্বান করা হয়, যা ৩১ অক্টোবর পর্যন্ত চলে। গত মাসজুড়ে এই আবেদনগুলো যাচাই-বাছাই শেষে মূল পর্বের জন্য মনোনীত করা হয় তরুণদের ৩১টি সংগঠনকে।
অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে জয় বলেন, ‘যুব সমাজই আমাদের মূল শক্তি। আজ তরুণেরা নিজেদের প্রস্তুত করবে আগামী দিনের জন্য, যাতে তারা এই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে। আর প্রজন্মের পর এই প্রজন্ম যাতে এই ধারা অব্যাহত থাকে। একটা কথা মনে রাখতে হবে, আমাদের স্বাধীনতা অর্জনের পেছনে তরুণদের শক্তি, উদ্যোগ, উদ্যম কাজ করেছে।’
এ ছাড়া পুরস্কার তুলে দেওয়ার আগে বঙ্গবন্ধুর দৌহিত্র ও সিআরআইয়ের ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক সমাজের জন্য কাজ করা তরুণ উদ্যোক্তা ও ব্যক্তিদের প্রশংসা করে বলেন, ‘আপনারা যেভাবে কাজ করছেন এভাবে কাজ করে যাবেন। আমরা আপনাদের কাছ থেকে অনেক উৎসাহ ও সাহস পাই। আপনারাই আমাদের ভবিষ্যৎ।’
দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাওয়া তরুণ উদ্যোক্তা ও সংগঠনগুলোকে পুরস্কৃত করার উদ্যোগের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।