নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল বেলা ২টা ৩০ মিনিটে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) যাওয়ার পথে থাকতেই হোয়াটসঅ্যাপ বার্তায় সাংবাদিকেরা জানতে পারলেন, অনিবার্য কারণে সংবাদ সম্মেলনটি বাতিল করা হয়েছে।
আগামী জুনের ফিফার ফাঁকা সূচিতে আর্জেন্টিনা ফুটবল দলের বাংলাদেশ সফরের অগ্রগতি নিয়ে গতকাল দুপুরে সংবাদ সম্মেলন আয়োজন করতে চেয়েছিল বাফুফে। ঢাকায় আবারও খেলতে দেখা যাবে মেসিদের, গত পরশু সন্ধ্যায় বেশ আত্মবিশ্বাসী কণ্ঠেই সাংবাদিকদের জানিয়েছিলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। কিন্তু সংবাদ সম্মেলন ডেকে আকস্মিক বাতিলের সিদ্ধান্তটি যেমন অবাক করার মতো, তেমনি আর্জেন্টিনা ফুটবল দলের সফর নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশাও।
কেন বাতিল করা হলো সংবাদ সম্মেলন, সেটি জানতে বাফুফে সভাপতি ও সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগের সঙ্গে এ সময় একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া দেননি কেউই। একসময় একান্ত সহকারীর মাধ্যমে সাধারণ সম্পাদকের পক্ষ থেকে জানানো হয় তিনি কর্মস্থলে নেই! পরে বাফুফের পক্ষ থেকে জানানো হয়, ‘বাংলাদেশ ফুটবল ফেডারেশন হতে বর্ণিত বিষয়ে (আর্জেন্টিনার বাংলাদেশে আসা) সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে অবহিত করা হবে।’
গতকাল সংবাদ সম্মেলন হলে অবধারিতভাবে কিছু প্রশ্ন আসতই। দেশের চলমান ডলারসংকটের কারণে যেখানে নিত্যব্যবহার্য পণ্য আমদানি করা কঠিন হয়ে যাচ্ছে, সেখানে আর্জেন্টিনাকে ১ কোটি ডলার খরচ করে বাংলাদেশে আনার মতো সংগতি বাফুফের আছে কি না, সংশয় আছে বঙ্গবন্ধু স্টেডিয়াম পাওয়া নিয়েও। শুধু ঘাস বসানো ছাড়া মাঠের সংস্কারকাজের অগ্রগতি খুব বেশি নয়। ফ্লাডলাইটে এলইডি বাতি বসবে কি বসবে না, তা নিয়েও আছে সংশয়। যেখানে দেশের ফুটবলের জন্য ৫ থেকে ১০ কোটি টাকার সংস্থান করতেই হিমশিম খান বাফুফে কর্মকর্তারা, সেখানে শুধু আর্জেন্টিনাকে আনতে ১০০ কোটি টাকার ব্যবস্থা কোথা থেকে হবে—এসব অস্বস্তিকর প্রশ্ন আপাতত এড়িয়ে যেতেই হঠাৎ সংবাদ সম্মেলনের সিদ্ধান্ত বাতিল হতে পারে বলে জানা গেছে। চুক্তি না হওয়া পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসবে না বলেও জানা গেছে।
গতকাল আর্জেন্টাইন টিওয়াইসি স্পোর্টসের সাংবাদিক গাস্তন এদুল টুইটারে জানিয়েছেন, কোচ লিওনেল স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের আগ পর্যন্ত বাংলাদেশ সফর নিয়ে কোনো সিদ্ধান্তে আসবে না আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।