গয়না আপনার সৌন্দর্য অনেকখানি ফুটিয়ে তোলে। আর গয়নার সৌন্দর্য ঠিক রাখতে চাই তার যত্ন।
সোনার গয়না
সোনার গয়না দীর্ঘদিন ব্যবহার করলে ময়লা জমে। কালচে দাগ পড়ে। দিনের পর দিন গয়না রেখে দিলেও ময়লা জমতে পারে। এসব ধুলাবালি, কালচে দাগ দূর করতে কুসুম গরম পানির সঙ্গে ডিটারজেন্ট মিশিয়ে গয়না পরিষ্কার করতে পারেন। ব্রাশের সঙ্গে টুথপেস্ট মিশিয়ে গয়না পরিষ্কার করলে দ্রুত ময়লা দূর হয়। সোনার গয়না আঘাতে বাঁকা হয়ে যায়। তাই ব্যবহার করার সময় সাবধানে ব্যবহার করুন।
রুপার গয়না
রুপার গয়না দেখতে স্টাইলিশ ও ট্রেন্ডি হলেও এ গয়না দ্রুত নষ্ট হয়। এ গয়নার দ্রুত ক্ষয় হওয়ার প্রবণতা আছে। রুপার গয়না পরিষ্কার করতে তার ওপর ট্যালকম পাউডার লাগান। তারপর সুতি কাপড়ের সাহায্যে ঘষে ঘষে পরিষ্কার করে নিন।
হীরার গয়না
হীরার গয়না পরিষ্কার করলে নতুনের মতো চকচকে দেখায়। ব্রাশে টুথপেস্ট লাগিয়ে হীরার গয়না পরিষ্কার করুন। এরপর টিস্যু পেপার দিয়ে মুড়িয়ে বক্সে রেখে দিন। ভুলেও সোনা কিংবা রুপার গয়নার বাক্সে হীরার গয়না রাখবেন না।
মুক্তার গয়না
হেয়ার স্প্রে, সুগন্ধি ইত্যাদি থেকে প্রবাল ও মুক্তার গয়না দূরে রাখুন। নয়তো গয়নার ঔজ্জ্বল্য হারিয়ে যেতে পারে। প্রবাল কিংবা মুক্তার গয়না ময়লা হলে ভেজা কাপড় দিয়ে মুছে ফেলুন। বেশি কালচে হয়ে গেলে সামান্য সাবান পানিতে ভিজিয়ে ব্রাশ দিয়ে হালকা ঘষে পরিষ্কার করে নিন।
গোল্ড প্লেটের গয়না
ঘামে ভিজলে কিংবা পানিতে ভিজলে গোল্ড প্লেটের গয়নাগুলোর রং নষ্ট হয়ে যায়। এ গয়না কালো হয়ে গেলে সোনার দোকানে গিয়ে রং করাতে হবে। এতে আবার আগের মতো হয়ে যাবে। এ গয়না ব্যবহারের পর টিস্যু দিয়ে মুড়িয়ে রেখে দিলে ভালো থাকবে।
মাটি ও কাপড়ের গয়না
কাপড়ের গয়না না ভেজানোই ভালো। এ গয়না পরার পর বাতাসে শুকিয়ে বক্সে রেখে দিলে ভালো থাকে। আর মাটির গয়না ভালো রাখতে তুলা বা টিস্যু দিয়ে পেঁচিয়ে বাতাস ঢোকে না এমন বাক্সে তুলে রাখুন।