হোম > ছাপা সংস্করণ

ধুঁকছে কমিউনিটি ক্লিনিক

দাকোপ (খুলনা) প্রতিনিধি

খুলনার দাকোপের তিলডাঙা কাছারি বাড়ি কমিউনিটি ক্লিনিকের ভবনটি জরাজীর্ণ। ঝুঁকি নিয়ে চলছে সেবাদান কার্যক্রম। গত দশ বছর ধরে এর কোনো সংস্কার না হওয়ায় ভবনটির অবস্থা শোচনীয় হয়ে পড়েছে। কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ১৯৯৮ সালে উপজেলার তিলডাঙা, চরডাঙ্গা, নলডাঙ্গা, বটবুনিয়া মসামারি, খাটাইল, লক্ষ্মী খোলা, এলাকার মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার জন্য সরকার এই কমিউনিটি ক্লিনিক নির্মাণ করেছে। কিছুদিন কার্যক্রম চলার পর এটি হঠাৎ করে বন্ধ হয়ে যায়।

পরবর্তীতে ২০১১ সালে আবারও এটি চালু হয়। অনেক আগেই নির্মিত ভবনটির বয়স ২ যুগ অতিবাহিত হলেও এটি সংস্কারে কোন পদক্ষেপ গ্রহণ করেনি কর্তৃপক্ষ। ফলে পরিত্যক্ত ভবনে পরিণত হয়েছে এটি।

সরেজমিনে তিলডাঙা কাছারি বাড়ি কমিউনিটি ক্লিনিকে গিয়ে দেখা গেছে, ক্লিনিক ভবনের অবস্থা খুবই নাজুক। পরিত্যক্ত ভবন বললে ভুল হবে না। ভবনের ছাদ খসে পড়েছে। বর্ষা এলে পানি পড়ে। দেওয়ালের পলেস্তারা খসে খসে পড়ছে। জানালা ভেঙে গেছে শুধু গ্রিল আছে। দরজা ভেঙে গেছে অনেক আগেই। ক্লিনিকের ভেতরের টয়লেটটি নষ্ট।

টিউবওয়েলটি অকেজো অবস্থায় পড়ে আছে। স্থানীয় ব্যবস্থাপনায় কোনোমতে আসবাবপত্র ও প্রয়োজনীয় জিনিসপত্র রক্ষার ব্যবস্থা করা হয়েছে। যেকোনো মুহূর্তে ভবনের ছাদ ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এরই ভেতরে বসে ক্লিনিকে আগত রোগীকে স্বাস্থ্যসেবা দিচ্ছেন এখানে কর্মরত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার।

তিলডাঙা এলাকার নারায়ণ মণ্ডল (৮০) ও কালাঢালি (৭৮) জানান, বয়স বেড়েছে। শরীর অনেক দুর্বল। তার ওপর আবার ঠান্ডা লেগেছে। শরীর গরম-গরম লাগছে। মাঝে মধ্যে হাঁচি ও কাশি হচ্ছে। এখানে এসেছিলাম ওষুধ নিতে। ডাক্তার ওষুধ দিয়েছেন।

তারা আরও বলেন, এখানের ক্লিনিক ভবনটির অবস্থা অত্যন্ত খারাপ। ভেতরে যেতে ভয় করে। যে কোন সময় ভেঙে পড়তে পারে। আমরা বাইরে দাঁড়িয়ে সেবা নিয়ে থাকি। এখানে একটি নতুন ভবন একান্ত দরকার।

নলডাঙ্গা এলাকার মিঠু কবিরাজ (৩০) জানান, আমার বাচ্চার বয়স ৬ মাস। কয়েক তিন ধরে কাশির সমস্যা। তাই এসেছিলাম ডাক্তার দেখাতে। ডাক্তার পরীক্ষা করে ওষুধ দিয়েছেন। ক্লিনিকের ভেতরে যাওয়ার মতো অবস্থা নেই। যেকোনো সময় ছাদ ভেঙে দুর্ঘটনা ঘটতে পারে। ছোট বাচ্চা নিয়ে ভেতরে ঢুকতে ভয় করে।

মসামারি এলাকার রাবেয়া বেগম (৬৫) বলেন, আমার ছেলের বউকে গর্ভকালীন চেকআপ করার জন্য এসেছিলাম। ডাক্তার ওজন নিল, পেশার মাপাসহ অনেক পরীক্ষা নিরীক্ষা করল। সবকিছু ভালো কিন্তু এখানে ক্লিনিকের অবস্থা খুব খারাপ। যে কোন সময় ভেঙে পড়তে পারে। ক্লিনিক ভবনটা যদি ভালো হতো তাহলে আমরা যারা সেবা নিতে আসি তাদের জন্য খুব ভালো হতো।

তিলডাঙা কাছারি বাড়ি কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচসিপি অনুপ কুমার গোলদার জানান, ক্লিনিকে ছাদ ধসে পড়ছে। বর্ষাকালে পানি পড়ে সবকিছু নষ্ট হয়ে গেছে। জানালা দরজা নেই। টয়লেট নষ্ট। টিউবওয়েল নষ্ট। মোটকথা সমস্যার অভাব নেই। তিনি দ্রুত ক্লিনিকটি পুনর্নির্মাণের দাবি জানান।

কমিউনিটি গ্রুপের সভাপতি ও তিলডাঙা ৯ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য নিশিত মণ্ডল বলেন, ক্লিনিকটির ছাদ নষ্ট। বর্ষাকালে পানি পড়ে। জানালা দরজা নেই। যে কোন সময় এটি ভেঙে গিয়ে ব্যাপক ক্ষয় ক্ষতি হতে পারে। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ ইউপি চেয়ারম্যানকে অবগত করেছি। কিন্তু এখনো পর্যন্ত কেউ কোন ব্যবস্থা গ্রহণ করেনি। উপজেলা স্বাস্থ্য পরিদর্শক রবিউল ইসলাম বলেন, ক্লিনিকটির অবস্থা খুবই খারাপ। এখানে নতুন ক্লিনিক তৈরি করা জরুরি হয়ে পড়েছে। আমরা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে বিষয়টি অবহিত করেছি।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোজাম্মেল হক নিজামী বলেন, দাকোপ উপজেলায় ২৩টি কমিউনিটি ক্লিনিক চালু আছে। সেখানে কর্মরত সিএইচসিপিরা প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান করছে। তিলডাঙা কাছারি বাড়ি কমিউনিটি ক্লিনিকের ভবনের অবস্থা খুবই ঝুঁকিপূর্ণ। এটি দ্রুত পুনর্নির্মাণ করা হবে। 

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন